Babar Azam overtake virat kohli and beacome highest run scorer in t20i cricket overal

Babar Azam: আমেরিকার কাছে হারলেও টি-২০ ক্রিকেটের বাদশার উপাধি পেলেন‌ বাবর, পিছনে ফেলে দিলেন বিরাটকে

আমেরিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের প্রথম ম্যাচেই বড় এক রেকর্ড গড়েন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি রানের মালিক বাবর আজম। বৃহস্পতিবার রাতে ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে বাঁহাতি স্পিনার নস্তুশ কেনজিগেকে বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন বাবর। এখন বাবর ১১৩ ইনিংসে ৪০৫২ টি-টোয়েন্টি রান করেছেন, যেখানে বিরাট কোহলি (Virat Kohli) ৪০৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই অভিজ্ঞকেই নিজেদের পরের ম্যাচ খেলতে হবে একে অপরের বিপক্ষে। এমন পরিস্থিতিতে বিরাট ও বাবর দুজনেরই সুযোগ থাকবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।

এই ম্যাচের আগে বিরাট কোহলির রেকর্ড ভাঙা থেকে ১৬ রান দূরে ছিলেন বাবর আজম। ম্যাচ শুরু হওয়ার সময় মনে হয়নি বাবর এই পর্যায়ে পৌঁছতে পারবেন। আমেরিকার নবীন বোলাররা পাকিস্তানের টপ অর্ডারকে নাকের ডগায় রেখেছিলেন। ইনিংস ওপেন করতে নেমে বাবর খুব ধীরগতিতে শুরু করেছিলেন, ২৪ বলে ১০ রান করার পরে জসদীপের উপর তার প্রথম চার মেরেছিলেন এবং তারপরে কেনজিগের বলটিও বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। বাবর আজম শেষ পর্যন্ত তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। এছাড়া শাদাব খান করেন ২৫ বলে ৪০ রান। এরপর তৃতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন দুজন।

যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার নস্তুশ কেনজিগে ৩০ রানে ৩ উইকেট নেন। সৌরভ নেত্রাভালকর ১৮ রানে নেন ২ উইকেট। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। পাওয়ার প্লেতে ৩ উইকেটে মাত্র ৩০ রান করতে পারে পাকিস্তান দল। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি (অপরাজিত ২৩) ও ইফতিখার খান (১৮) কার্যকরী ইনিংস খেলে দলের স্কোর দেড়শ ছাড়িয়ে যায়। তবে‌ শেষ পর্যন্ত টানটান উত্তেজনা পূর্ন ম্যাচে‌ সুপার ওভারে জয় তুলে নেয় আমেরিকা।