Sport

PAK vs BAN: পাকিস্তানকে তাদের ঘরেই হারালো বাংলাদেশ, ১০ উইকেটে জয় তুলে নতুন ইতিহাস গড়লো টাইগাররা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ক্রিকেট দলগুলি এখন প্রতিটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজকে গুরুত্বের সঙ্গে দেখছে‌। গত ২১ আগস্ট থেকে পাকিস্তান রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামে। তবে টাইগার বাহিনীর কাছে ঘরের মাঠে এবার পাক বাহিনী রীতিমতো নাস্তানাবুদ হলো। ম্যাচে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে পাক বাহিনীদের হয়ে ব্যাট হাতে একের পর এক তারকা ব্যাটসম্যান আউট হয়ে গেলেও সৌদ শাকিল এবং অভিজ্ঞ মহম্মদ রিজওয়ান দলের হয়ে হাল ধরেন।শাকিলের ব্যাট থেকে ২৬১ বলে ১৪১ রান এবং রিজওয়ানের ব্যাট থেকে ২৩৯ বলে অপরাজিত ১৭১ রান আসে। এই রানের ওপর ভর করে পাকিস্তান প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করে দেয়। এরপর এই রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনার শাদমান ইসলাম দুরন্ত ব্যাটিং শুরু করেন।

তার সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিমও ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি ৩৪১ বলে ২২ টি চার এবং ১ টি ছয়ের মাধ্যমে ১৯১ রানের অবিশ্বাস্য ইনিংসে খেলেন। এছাড়াও শাদমান ১৮৩ রানে ৯৩ রানে আউট হয়ে গেলে মোমিনুল হক এবং লিটন দাস ব্যাট হাতে দুজনেই ভরসাযোগ্য অর্ধশতরান করে স্কোরবোর্ড সচল রাখেন। শেষে মেহেদী হাসান মিরাজের ১৭৯ বলে ৭৭ রানে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ৫৬৪ রান সংগ্রহ করে ম্যাচে অনেকটাই এগিয়ে যায়।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। তারকা ব্যাটসম্যান বাবর আজম প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫০ বলে মাত্র ২২ রান সংগ্রহ করেন। এইরকম পরিস্থিতিতে আবারও মহম্মদ রিজওয়ান দলের ভরসা হয়ে ওঠেন। তার ৮০ বলে ৫১ রানে ভর করে পাকিস্তান ১০ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রানে পৌঁছাতে সক্ষম হয়। এই ইনিংসে মেহেদী হাসান মিরাজ একাই টাইগার বাহিনীদের হয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে চাপ সৃষ্টি করেছিলেন।

এর ফলে বাংলাদেশের জয়ের রাস্তায় সহজ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সময় কম থাকলেও তাদের মাত্র ৩০ রান সংগ্রহ করতে হতো‌। আজ ম্যাচের পঞ্চম দিনের শুরুতে যেখানে মনে হচ্ছিল ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেখানে টাইগার বাহিনীদের পারফরম্যান্স ক্রিকেট মহলকে রীতিমতো মুগ্ধ করেছে‌। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে শাদমান ইসলাম এবং জাকির হাসান ওপেনিং করতে আসেন। শাদমানের ১৩ বলে অপরাজিত ৯ রানে এবং জাকিরের ২৬ বলে অপরাজিত ১৫ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে টাইগার বাহিনী ১০ উইকেটে ঐতিহাসিক জয় তুলে নেয়। বাংলাদেশ প্রথম দল যারা পাকিস্তানকে ঘরের মাটিতে টেস্ট ম্যাচে ১০ উইকেটে পরাজিত করল।

পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচের স্কোরবোর্ড:

প্রথম ইনিংস

পাকিস্তান- ৪৪৮/৬ (১১৩.০ ওভার)

মহম্মদ রিজওয়ান- ১৭১* (২৩৯)

বাংলাদেশ- ৫৬৫/১০ (১৬৭.৩ ওভার)

মুশফিকুর রহিম- ১৯১ (৩৪১)

দ্বিতীয় ইনিংস

পাকিস্তান- ১৪৬/১০ (৫৫.৫ ওভার)

মহম্মদ রিজওয়ান- ৫১ (৮০)

বাংলাদেশ- ৩০/০ (৬.৩ ওভার)

জাকির হাসান- ১৫* (২৬)

Puja Mondal

Recent Posts

বাজারে সুপারহিট Bajaj কোম্পানির CNG বাইক, প্রথম মাসে কটা বিক্রি হল জানেন?

Bajaj Auto গত মাসে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করেছে, যার নাম Freedom 125 ।…

22 mins ago

Realme Note 60: নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি, অল্প দামে দুর্দান্ত ফিচার্স

Realme Note 60 ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে, যা এর…

26 mins ago

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে সাংবাদিককে জরিমানা করল পুলিশ

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে জরিমানার সম্মুখীন হলেন পেশায় সাংবাদিক এক ব্যক্তি। শুনলে অবাক…

27 mins ago

Odisha FC: আর্জেন্টিনার দলকে হারালো ভারতীয় ক্লাব, বন্দোদকার ট্রফিতে বড় নজির ওড়িশা এফসির

গতকাল ভারতের ওড়িশা এফসি বনাম আর্জেন্টিনার ডিফেনসা ওয়াই জাস্টিসিয়ার ম্যাচে প্রথম থেকেই দুই দল প্রভাব…

32 mins ago

ট্যাবলেট কিনবেন? সীমিত সময়ের জন্য সস্তা হল Apple iPad

বাড়ির বা অফিসের কাজের জন্য ট্যাবলেট কিনতে চাইলে সুখবর। Apple iPad এখন অনেক সস্তায় পাওয়া…

33 mins ago

‘এই জয়ে ওদের মুখে….’, পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের মানুষের জন্য স্পেশাল মেসেজ শান্তর

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়কে 'স্পেশাল' হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি…

3 hours ago