'আমি লজ্জিত', আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হারে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) দলের বাজে পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ...
SUMAN 25 Jun 2024 6:54 PM IST

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) দলের বাজে পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Nazmul Hussain Shanto)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ের পর বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। কিন্তু সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারের মুখ দেখতে হয়েছে তাদের।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ''প্রথমত আমি বলতে চাই, দল হিসেবে আমরা বাংলাদেশে আমাদের সমর্থকদের হতাশ করেছি। তাই দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। আমরা এর জন্য দুঃখিত। ভবিষ্যতে এমন কন্ডিশনে আমরা ভালো খেলার চেষ্টা করব।"

সুপার এইটে বাংলাদেশ ভালো করতে না পারলেও শান্ত জানালেন, তাদের জন্য কিছু ইতিবাচক দিক আছে। তিনি বলেন, ''আমাদের জন্য ইতিবাচক দিক হলো, আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। এত বড় টুর্নামেন্টে প্রায় প্রতিটি ম্যাচেই ভালো বোলিং করেছেন রিশাদ হোসেন। আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ছিল কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সমর্থক ও দেশের মানুষকে হতাশ করেছি।"

আফগানিস্তানের বিপক্ষে ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলের ব্যাটিং ছিল একেবারেই হতাশাজনক। লিটন দাস ছাড়া আফগানিস্তানের বোলিংয়ের সামনে দাড়াতে পারেননি কোনো ব্যাটসম্যানই। ওপেন করতে নামা লিটন দাস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। কিন্তু অন্য প্রান্ত থেকে সব খেলোয়াড়ই আউট হয়ে গিয়েছিলেন। দাস ৪৯ বল মোকাবেলা করে অপরাজিত ৫৫ রান করেন, যার মধ্যে তার ব্যাটেও ৫টি চার ও ১টি ছক্কা দেখা যায়।

Show Full Article
Next Story