Women’s T20 WC India Squad: টি-২০ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো BCCI, দলে সুযোগ মিলেছে একাধিক নতুনদের

৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। আজ ভারতের ১৫ সদস্যের দল…

Bcci Announced Indian Team Squad For Women'S T20 World Cup 2024 In Uae

৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। আজ ভারতের ১৫ সদস্যের দল নির্বাচন করেছে নারী নির্বাচক কমিটি। হরমনপ্রীত কৌর দলের নেতৃত্ব দেবেন এবং স্মৃতি মান্ধানা সহ-অধিনায়কত্ব বজায় রাখবেন। আগে এটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে অস্থিরতার কারণে এখন দুবাই ও শারজায় আয়োজন করা হচ্ছে। এই দুই ভেন্যুতে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চোখ থাকবে টানা চতুর্থ টি-টোয়েন্টি শিরোপা জয়ের লক্ষ্যে। গত আসরে সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের নেতৃত্বে শিরোপা জিতেছিল ক্যাঙ্গারু দল। ২০২০ সালে একবারই ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা দল।

‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে প্রতিটি দল চারটি করে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। ২০ অক্টোবর দুবাইয়ে হবে ফাইনাল। আইসিসি সোমবার আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সংশোধিত সূচি ঘোষণা করেছে, যা অনুসারে ভারত ৬ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে।

ভারত দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজীবন

রিজার্ভ: উমা ছেত্রী (উইকেটরক্ষক), তনুজা কানওয়ার, সায়মা ঠাকোর রিজার্ভ: রাঘবী বিস্তী, প্রিয়া মিশ্র