Indian Squad: টি-২০ শুরু সূর্য যুগের, বাদ পড়লেন রুতু-অভিষেক, কামব্যাক আইয়ারের, শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা BCCI-এর
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। গম্ভীরযুগ শুরু হতেই সূর্যকুমারের হাতে উঠলো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব।
অবশেষে শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। কার্যত আগেই সবকিছু চূড়ান্ত হয়ে গেলেও, বর্তমানে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল বিসিসিআই। গৌতম গম্ভীরের কোচিংয়ে এই প্রথমবার টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। প্রথমে ২৭ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল এবং এরপর ২ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলবে তারা।
টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। গম্ভীরযুগ শুরু হতেই সূর্যকুমারের হাতে উঠলো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব। এমনকি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসাবেও দেখা হল না হার্দিক পান্ডিয়াকে। সেই জায়গায় শুভমান গিলের হাতে তুলে দেওয়া হল ভারতীয় টি-টোয়েন্টি এবং ওডিআই দলের অধিনায়কত্ব। এছাড়া ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিরাট কোহলি, কেএল রাহুল থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার প্রত্যেকেই ফিরেছেন ওডিআই স্কোয়াডে। তাছাড়া রিয়ান পরাগ, হার্ষিত রানা এবং খলিল আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে ওডিআই স্কোয়াডে। অন্যদিকে ওডিআই স্কোয়াড থেকে বরখাস্ত হয়েছেন সঞ্জু স্যামসন।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের ওডিআই স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্থ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। গম্ভীরযুগ শুরু হতেই সূর্যকুমারের হাতে উঠলো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব।