IPL 2025 Update: আইপিএল দল মালিকদের সাথে বৈঠক ডাকলো BCCI, বাড়ানো হল নিলামের পার্সের পরিমানও

ক্রিকবাজের এক সূত্র থেকে জানা যাচ্ছে, চলতি জুলাই মাসের শেষে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫ মেগা নিলাম সংক্রান্ত বৈঠকটি। সেখানে উপস্থিত থাকবেন বিসিসিআই সচিব জয় শাহ এবং আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলির মালিক এবং কর্মকর্তারা।

techgup 21 July 2024 12:15 PM IST

কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএল ২০২৪। এবারের মরশুম শেষ হওয়ার পর থেকে প্রায় দুই মাস কেটে গেছে। তারপরেও আগামী বছরের আইপিএল মেগা নিলাম নিয়ে এখনো ফ্র‍্যাঞ্চাইজি গুলির সাথে কোনোরকম আলোচনা হয়নি বিসিসিআইয়ের। কিন্তু শনিবারের ক্রিকবাজের এক খবর নিশ্চিত করেছে সেই বিষয়ে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে আইপিএল ২০২৫ এর মেগা নিলামেরর বিষয়ে বৈঠকটি স্থগিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে, চলতি জুলাই মাসের শেষে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫ মেগা নিলাম সংক্রান্ত বৈঠকটি। সেখানে উপস্থিত থাকবেন বিসিসিআই সচিব জয় শাহ এবং আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলির মালিক এবং কর্মকর্তারা।

বিসিসিআই আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলির মালিকদের জানিয়েছে, ৩০ জুলাই অথবা ৩১ জুলাই মুম্বাইয়ে বিসিসিআই অফিসে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য। সেখানে ফ্র‍্যাঞ্চাইজিগুলির সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই। কতগুলি ক্রিকেটারকে রিটেন করা যাবে এবং কতগুলি রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড থাকবে। সেগুলিও ওইদিন বৈঠকের মাঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া জানানো হবে মেগা নিলামের সম্ভাব্য দিন এবং কতদিনের মধ্যে ফ্র‍্যাঞ্চাইজিগুলিকে তাদের রিটেন এবং রিলিজ ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে।

সম্প্রতি ক্রিকবাজের সূত্র থেকে এই খবরের পাশাপাশি আর যে খবরটি উঠে আসছে সেটি হল, আসন্ন মেগা নিলামের জন্য প্রতিটি দলের পার্স থাকবে ১২০ কোটি। যা ২০২৪ আইপিএল নিলামের সময়ে ৯৫ কোটি থেকে বৃদ্ধি করে ১০০ কোটি করা হয়েছিল। আগামী বছরে তা আরও বৃদ্ধি পেতে চলেছে। যদিও সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই।

Show Full Article
Next Story