Categories: Sport

CSK: আইপিএলে চেন্নাই সুপার কিংসের তৈরি চারটি রেকর্ড যা এখনো পর্যন্ত কোনো‌ দল ভাঙতে পারেনি

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আইপিএলের (IPL) অন্যতম সফল একটি দল। গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে চেন্নাই গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে পঞ্চবারের মতো চ্যাম্পিয়ন হয়। এই বছরও তারা দুর্দান্ত লড়াই করতে মাঠে নামার জন্য এখন শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছে। এর সঙ্গেই চেন্নাই সুপার কিংসের এমন কিছু রেকর্ড আছে যা এখনও পর্যন্ত কোনো দল ভাঙতে পারেনি। এইরকম ৪ টি রেকর্ড নিয়ে এখানে আলোচনা করা হলো।

১) সর্বনিম্ন স্কোরকে রক্ষা করার রেকর্ড

চেন্নাই সুপার কিংস আইপিএলে সবচেয়ে কম রান করে জয় তুলে নিয়ে নজির স্থাপন করেছে। ২০০৯ মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাব (Kings Xi Punjab) বর্তমানে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে চেন্নাই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। তবে তারা পাঞ্জাবকে ৯২ রানে সীমাবদ্ধ করে ২৪ রানে জয় তুলে নেয়। এই‌ ম্যাচে মুত্তিয়া মুরালিধরন (Muttiah Muralitharan) এবং রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ২ টি করে উইকেট সংগ্রহ করেছিলেন।

২) টানা ১০ টি মরসুমে প্লে অফে জায়গা করে নেওয়ার রেকর্ড

২০০৮ সালে উদ্বোধনী মরসুমে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে পরাজিত হয়ে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় স্থানে শেষ করে। তারপর থেকে ২০১৯ সাল পর্যন্ত তারা টানা ১০ টি মরসুম (২০১৬ এবং ২০১৭ সালে নির্বাসিত হওয়া বাদে) প্লে অফে জায়গা করে নেয়। এই সময়ের মধ্যে দলটি ২০১০, ২০১১ এবং ২০১৮ সালে ৩ টি মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে এবং ৫ টি মরসুমে দ্বিতীয় স্থানে শেষ করেছে।

৩) কখনই লিগ টেবিলে সর্বনিম্ন দল হিসাবে শেষ না করার রেকর্ড

চেন্নাই তাদের ধারাবাহিকতা দেখিয়ে ১৪ টি মরসুমের মধ্যে ১২ টিতেই প্লে অফে জায়গা করে নিয়েছে। যা এখনও পর্যন্ত কোনো দল এই রেকর্ড গড়তে পারেনি। তবে আরেকটি অনন্য রেকর্ড হলো চেন্নাই সুপার কিংস কখনই লিগ টেবিলে সর্বনিম্ন দল হিসাবে মরসুম শেষ করেনি। অন্য সব দল যারা ৫ বা তার বেশি মরসুম খেলেছে সেই দলগুলি কোনো না কোনো মরসুমে লিগ তালিকার শেষ দল হিসাবে শেষ করেছে। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) লিগ তালিকায় একেবারে নিচে থেকে মরসুম শেষ করে।

৪) সবচেয়ে বেশিবার ফাইনালে পৌঁছানোর রেকর্ড

আইপিএলে সবচেয়ে বেশিবার চেন্নাই সুপার কিংস ফাইনালে পৌঁছেছে। ১২ বার প্লে অফের মধ্যে তারা ১০ বার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। তার মধ্যে ৫ বার চেন্নাই চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করেছে। উল্লেখ্য দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), পাঞ্জাব কিংস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলগুলি সবাই মিলে এখনও পর্যন্ত ১০ বার ফাইনালে পৌঁছাতে পেরেছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago