PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে ভক্তরা তারকা ব্যাটসম্যান বাবর আজমের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু তিনিও প্রথম ইনিংসে হতাশ করেন।

SUMAN 24 Aug 2024 4:27 PM IST

গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আগামী বছর বর্তমানে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের ফাইনাল ম্যাচ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। তার আগে এবার গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয়েছে। তবে সিরিজের প্রথম ম্যাচের দুই দলের প্রথম ইনিংসের শেষ দাপট দেখাচ্ছে টাইগার বাহিনী।

২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বর্তমানে পাকিস্তান ৫ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে। অন্যদিকে বাংলাদেশ এই নতুন চক্রে এখনও পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে ১ টি মাত্র ম্যাচে জয় তুলে নিতে পেরেছে। অন্যদিকে বর্তমানে ২১ আগস্ট থেকে পাকিস্তান রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। ম্যাচে পাক বাহিনী প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে আবদুল্লাহ শফিক এবং সাইম আইয়ুব ওপেনিং করতে আসেন।

কিন্তু সাইম দলের হয়ে ভরসা দিলেও শফিক ব্যাট হাতে প্রথম ইনিংসে সম্পূর্ণ ব্যর্থ হন। টাইগার বাহিনীদের হয়ে শরিফুল ইসলাম বল হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন। চাপের মুখে পাক বাহিনী এক সময় ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে ভক্তরা তারকা ব্যাটসম্যান বাবর আজমের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু তিনিও প্রথম ইনিংসে হতাশ করেন। বাবর মাত্র শুন্য রানে আউট হয়ে গেলে পাকিস্তানের দুর্বল টপ অর্ডার সমালোচনার মুখে পড়ে যায়।

এইরকম পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে ওপেনার সাইম আইয়ুব এবং সৌদ শাকিল দলের হয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। সাইম আইয়ুব ৯৮ বলে ৫৬ রানে আউট হয়ে গেলে সৌদ শাকিলের সঙ্গে মহম্মদ রিজওয়ান এসে হাল ধরেন। ফলে সৌদ শাকিলের ২৬১ বলে ১৪১ রানে এবং মহম্মদ রিজওয়ানের ২৩৯ বলে অপরাজিত ১৭১ রানে ভর করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করে দেয়। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে শাদমান ইসলাম দুরন্ত ব্যাটিং শুরু করেন।

তার সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিম এসে হাল ধরেন। এর মধ্যেই শাদমান ১৮৩ রানে ৯৩ রানে আউট হয়ে গেলে মোমিনুল হক এবং লিটন দাস ব্যাট হাতে দুজনেই ভরসাযোগ্য অর্ধশতরান করে স্কোরবোর্ড সচল রাখেন। বর্তমানে ম্যাচের চতুর্থ দিনের শেষে দিকে এখন বাংলাদেশ পাকিস্তানকে অনেকটিই পিছনে ফেলে দিয়েছে। প্রথম ইনিংস ৬ উইকেট হারিয়ে তাদের রান ৫০০ ছাড়িয়ে গেছে। এখন বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম ৩২২ বলে অপরাজিত ১৮০ রানে এবং মেহেদী হাসান মিরাজ ১৩৬ বলে অপরাজিত ৬১ রানে ব্যাটিং করছেন।

Show Full Article
Next Story