IPL ২০২৪ থেকে বড় মুনাফা BCCI-এর, ভাঙলো‌ গতবছরের সমস্ত রেকর্ড

২০২১ সালে ডিজনি স্টার ২৩,৫৭৫ কোটি টাকার বিনিময়ে ২০২৩-২৭ এর জন্য আইপিএলের টিভির অধিকারগুলি সুরক্ষিত করেছিল।

BCCI earn huge 5000 crore extra revenue from IPL 2024 season

বিসিসিআই এই মুহূর্তে বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী এবং সমৃদ্ধশালী ক্রিকেট বোর্ড। তারা ভারতের অন্যতম টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলকে এই কয়েক বছরে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইপিএল থেকে পাওয়া বিসিসিআইয়ের লাভের অঙ্কও বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবার ২০২৩ সালের পর বিসিসিআইয়ের অতিরিক্ত লাভের পরিমাণ সামনে এল‌ যা রীতিমতো সকলকে চমকে দিয়েছে।

২০২৪ আইপিএলের নিলামে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স দলে সই করায়। এছাড়াও বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্স ২০.৫০ কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগদান করেন। ফলে আইপিএল আর্থিক দিক থেকে অন্যান্য টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগগুলিকে পিছনে ফেলে দিয়েছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছিলেন। এবার আইপিএল থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণের বিষয় গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল ইকোনমি টাইমস।

প্রকাশিত সূত্র অনুসারে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ২০২৩ থেকে এখনও পর্যন্ত ৫,১২০ কোটি টাকা অতিরিক্ত অর্থ উপার্জন করেছে। যা আইপিএল ২০২২-এর ২,৩৬৭ কোটি টাকার থেকে ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ বিসিসিআইয়ের বার্ষিক তথ্য অনুসারে আইপিএল ২০২৩ থেকে মোট আয় বছরে ৭৮ শতাংশ বেড়ে ১১,৭৬৯ কোটি টাকা হয়েছে যেখানে ব্যয় ৬৬ শতাংশ বেড়ে হয়েছে ৬,৬৪৮ কোটি টাকা।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে নতুন মিডিয়া অধিকার এবং স্পনসরশিপ চুক্তির জন্য এই বিপুল পরিমাণ আর্থিক বৃদ্ধি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২১ সালে ডিজনি স্টার ২৩,৫৭৫ কোটি টাকার বিনিময়ে ২০২৩-২৭ এর জন্য আইপিএলের টিভির অধিকারগুলি সুরক্ষিত করেছিল। অন্যদিকে ভায়াকম ১৮-এর মালিকানাধীন জিও সিনেমা ২৩,৭৫৮ কোটি টাকার বিনিময়ে ডিজিটাল অধিকারগুলি অর্জন করে। এছাড়াও বিসিসিআই ৫ বছরের জন্য টাটা সন্সকে ২,৫০০ কোটির বিনিময়ে আইপিএলের টাইটেল স্পন্সরের অধিকারও বিক্রি করেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন