৩৭ বছর বয়সে অবসর ঘোষণা প্রাক্তন ১ নম্বর টি-২০ ব্যাটসম্যানের, অল্প সময়েই ছোটো ফরম্যাটে করেছিলেন রাজ

২০১৭ সালে ডেভিড মালান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অভিষেক ম্যাচেই ৪৪ বলে ৭৮ রান করে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।

Dawid Malan english batsman retired from international cricket at age of 37

টি-টোয়েন্টি ফরম্যাটকে দীর্ঘদিন ধরে একাধিক তারকা ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারদের হাত ধরেই ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে‌। ইংল্যান্ডের ডেভিড মালানকেও অন্যতম তারকা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়‌। এবার তিনি ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

২০১৭ সালে ডেভিড মালান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অভিষেক ম্যাচেই ৪৪ বলে ৭৮ রান করে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। এরপর তিনি দেশের হয়ে ২২ টি টেস্ট, ৩০ টি ওয়ানডে এবং ৬২ টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সব মিলিয়ে এই ইংল্যান্ড তারকার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪,৪১৬ রান আছে‌। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো জস বাটলারের সঙ্গে ডেভিড মালান একমাত্র ক্রিকেটার যিনি ইংল্যান্ডের হয়ে ৩ ফরম্যাটেই শতরান করেছেন।

তবে তিনি গত বছর ভারতে অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপের পর আর ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ থেকে বাদ পড়ার পরে আজ এই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। ডেভিড মালান ২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসির টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষদের ব্যাটিং বিভাগে ১ নম্বর র‌্যাঙ্কিং দখল করেছিলেন। তারপর তিনি মাত্র ২৪ ম্যাচে ১০০০ রান সংগ্রহ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম রান সংগ্রহ করার রেকর্ড তৈরি করেন।

অন্যদিকে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় মালান তার কুঁচকিতে আঘাত পেয়ে নকআউট পর্বে লেখার সুযোগ পাননি। তবে তিনি সেই বছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়াও একদিনের ক্রিকেটে এই ইংলিশ তারকার মোট ৬ টি শতরান আছে। তিনি শেষ গত বছর একদিনের বিশ্বকাপে ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে একটি দুর্দান্ত শতরান করেছিলেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন