নতুন ব্যাটিং কোচ পেল শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য এই ইংলিশ তারকাকে দায়িত্ব দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ১৬ আগস্ট থেকে তিনি দলের সঙ্গে কাজ শুরু করবেন এবং তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন।

techgup 14 Aug 2024 8:58 AM IST

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ব্যাটিং কোচ হিসেবে ইয়ান বেলকে নিয়োগ করেছে শ্রীলঙ্কা। নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ইংল্যান্ডের হয়ে ১১৮টি টেস্ট ম্যাচে ৭৭২৭ রান করা বেল চলতি সপ্তাহের শেষেই দলের সঙ্গে যোগ দেবেন। ইয়ান বেলের ইংল্যান্ড ক্রিকেট সম্পর্কে ভাল ধারণা রয়েছে এবং এই সিরিজে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ২১ থেকে ২৫ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর লর্ডসে দ্বিতীয় টেস্ট এবং ৬ থেকে ১০ সেপ্টেম্বর ওভালে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ১৬ আগস্ট থেকে তিনি দলের সঙ্গে কাজ শুরু করবেন এবং তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন। ইয়ানের ইংল্যান্ডে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে তার ইনপুট এই গুরুত্বপূর্ণ সফরে আমাদের দলকে সহায়তা করবে।

২০২০ সালে অবসরের পর কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন ইয়ান বেল। এর আগে তিনি ইংল্যান্ড পুরুষ অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড লায়ন্স দলের ব্যাটিং কোচ, হোবার্ট হারিকেন্সের সহকারী কোচ, ডার্বিশায়ারের পরামর্শক ব্যাটিং কোচ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড পুরুষ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিককালে, তিনি সহকারী কোচ হিসাবে কাজ করেছেন মেলবোর্ন রেনেগেডসের সাথে এবং সহকারী কোচ ছিলেন বার্মিংহাম ফিনিক্স দলের।

শ্রীলঙ্কা আশা করবে যে ইয়ান বেলের গুণাবলী তাদের ২০১৪ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিততে সহায়তা করবে। গত সপ্তাহে ইংল্যান্ড টেস্টের জন্য দল ঘোষণা করে শ্রীলঙ্কা দল, নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনটি টেস্ট হবে ম্যানচেস্টার (২১-২৫ আগস্ট), লর্ডস (২৯ আগস্ট-২ সেপ্টেম্বর) এবং ওভালে (৬-১০ সেপ্টেম্বর)।

Show Full Article
Next Story