India vs Bangladesh: বদলে গেল ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচের ভেন্যু, ধর্মশালার পরিবর্তে এই নতুন মাঠে হবে ম্যাচ

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের পরেই থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ৬ অক্টোবর থেকে এবং শেষ হবে ১২ অক্টোবর।

India Vs Bangladesh 1St T20I Match Will Be Held On Gwalior Stadium First International Match In Gwalior

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা অনুষ্ঠিত হবে ভারতেই। তবে এই টেস্ট সিরিজের পরেই থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। আর টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ৬ অক্টোবর থেকে এবং শেষ হবে ১২ অক্টোবর। যাই হোক, প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম ধর্মশালাতে।

কিন্তু সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে ওই টি-টোয়েন্টি সিরিজের উদ্ধোধনী ম্যাচটি ধর্মশালা থেকে বাতিল হওয়ায় অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের নতুন স্টেডিয়াম মাধব রাও সিন্ধিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর ওই ম্যাচটি এই মাঠে আয়োজিত হওয়া প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।

যদিও এর আগে এই স্টেডিয়ামে মধ্যপ্রদেশ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়ামের তকমা পাওয়াটা বাকি ছিল। অবশেষে ৬ অক্টোবর সেই তকমাও পেতে চলেছে এই স্টেডিয়ামটি। প্রায় ৫০০০০ দর্শকাসন থাকবে এই স্টেডিয়ামে। ভারতে ৫২ টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থাকার পরেও এই স্টেডিয়ামকে নতুন করে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তকমা দিতে চলেছে বিসিসিআই।

অন্যদিকে মধ্যপ্রদেশ রাজ্যে উপস্থিত তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি। ইন্ডোরের হলকার স্টেডিয়ামটি আকারে ছোট হলেও, গোয়ালিয়র স্টেডিয়ামটি আয়তনে বেশ বড় প্রস্তুত করা হয়েছে। এছাড়াও আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের মত সুসজ্জিত দর্শকাসনও রয়েছে। এককথায়, খোলামেলা এলাকাতে হলেও বেশ আধুনিক প্রযুক্তির ব্যাবহার রয়েছে এই স্টেডিয়ামে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন