IND WA vs AUS WA: প্রথম ম্যাচেই তাক লাগালেন অজিদের, পাঁচ উইকেট নিয়ে ভারতীয় A দলকে বড় জয় দিলেন প্রিয়া

সফরের প্রথম ম্যাচ খেলতে নামা প্রিয়া ওপেনার ম্যাডি ডার্ক (২২) ও টপ অর্ডার ব্যাটার টিস ফ্লিন্টোসকে (২০) প্যাভিলিয়নে পাঠালে ১৫তম ওভারে ৫২ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া।

techgup 18 Aug 2024 9:28 PM IST

তরুণ লেগ স্পিনার প্রিয়া মিশ্রের পাঁচ উইকেট এবং তেজল হাসাবোনিস ও রাঘবী বিস্তের হাফ সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া 'এ' দলকে ১৭১ রানে হারিয়েছে ভারত। ব্রিসবেনে তিনটি টি-টোয়েন্টি হারের পর এবং এখানে প্রথম দুই ওয়ানডেতে হেরে টানা পাঁচ হারের পর অবশেষে ভারত 'এ' দল জয়ের স্বাদ পেল। তেজলের ৬৬ বলে ৫০ ও রাঘবীর ৬৪ বলে ৫৩ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৩ রান তোলে ভারতীয় দল।

এরপর দিল্লির ২০ বছর বয়সী প্রিয়া ১৪ রানে ৫ উইকেট নেন এবং মাত্র ৭২ রানে অস্ট্রেলিয়া 'এ' দলকে গুটিয়ে দিয়ে সফরের প্রথম জয় এনে দেন। অধিনায়ক মিনু মানিও নেন ৪ রানে ২ উইকেট। সফরের প্রথম ম্যাচ খেলতে নামা প্রিয়া ওপেনার ম্যাডি ডার্ক (২২) ও টপ অর্ডার ব্যাটার টিস ফ্লিন্টোসকে (২০) প্যাভিলিয়নে পাঠালে ১৫তম ওভারে ৫২ রানে চার উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর নিকোল ফালাম (২), কেট পিটারসন (১) ও নিকোলা হ্যানকককে (০) আউট করে ২২.১ ওভারে স্বাগতিকদের গুটিয়ে দেন প্রিয়া। আগামী ২২ আগস্ট থেকে গোল্ড কোস্টে শুরু হবে দুই দলের একমাত্র আনঅফিসিয়াল টেস্ট।

অন্যদিকে ভারতীয় দল নবম ওভারে ৪৩ রানে তিন উইকেট হারালেও চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে ইনিংসের হাল ধরেন তেজাল ও রাঘবী। তেজাল ও রাঘভি দলের স্কোর ১৪৭ রানে নিয়ে যাওয়ার পর ২৮তম ওভারে তেজাল আউট হন। রাঘবীও কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে আসেন। এরপর সঞ্জীবন সাজনা (৪০) ও অধিনায়ক মিনু মণি (৩৪) দুর্দান্ত ইনিংস খেলে দলের স্কোর ২০০ ছাড়িয়ে যান এবং দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান।

Show Full Article
Next Story