Samit Dravid: মহারাজা ট্রফিতে অভিষেক করলেন সামিত দ্রাবিড়, প্রথম ম্যাচে কেমন খেললেন দ্রাবিড় পুত্র
প্রথমবারের মতো মহারাজা ট্রফিতে অংশ নেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান সামিত দ্রাবিড়। তবে অভিষেক ম্যাচে ১৮ বছর বয়সী সামিত কোনো চমক দেখাতে পারেননি।
কর্ণাটকের টি-টোয়েন্টি লিগ মহারাজ ট্রফি শুরু হয়ে গিয়েছে। ১৫ আগস্ট বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে গুলবার্গা মিস্টিক্সকে হারিয়েছিল বেঙ্গালুরু ব্লাস্টার্স। লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল শিবমোগা লায়ন্স ও মহীশূর ওয়ারিয়র্স। ভারতের সাবেক কোচ ও কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় খেলছেন মাইসোর ওয়ারিয়র্সের হয়ে। প্রথম ম্যাচে প্লেয়িং ইলেভেনেও সুযোগ পান তিনি।
প্রথমবারের মতো মহারাজা ট্রফিতে অংশ নেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান সামিত দ্রাবিড়। অভিষেক ম্যাচে ১৮ বছর বয়সী সামিত কোনো চমক দেখাতে পারেননি। চার নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। ৯ বলের ইনিংসে মাত্র ৭ রান করেন তিনি। এতে একটি চার মারেন তিনি। হার্দিক রাজের বলে আউট হন দ্রাবিড়। টেস্টে ভারতকে ট্রিপল সেঞ্চুরি করা করুণ নায়ার এই দলকে নেতৃত্ব দিচ্ছেন।
বাঁহাতি স্পিন বোলারের বিরুদ্ধে গিয়ে শট নেওয়ার চেষ্টা করেন সামিত। পা ঘুরিয়ে মিড উইকেটে শট খেলতে চেয়েছিলেন তিনি। তবে বল ব্যাটে ঠিকমতো না এসে ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে চলে যায়।
সামিত দ্রাবিড়ের ব্যাট হয়তো চমক দেখায়নি, কিন্তু মরশুমের প্রথম ম্যাচ জিতেছে তার দল। প্রথমে ৮ উইকেটে ১৫৯ রান তোলে ওয়ারিয়র্স। ৯ নম্বরে নামা মনোজ ভান্ডগে মাত্র ১৬ বলে ৪২ রান করেন। এর মধ্যে ছিল চারটি ছক্কাও। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে লায়ন্সদের সংগ্রহ ছিল ৯ ওভারে ৫ উইকেটে ৮০ রান। ২৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিনব মনোহর। এর পরও ম্যাচে ভিজেডি মেথডে ৭ রানে হেরে যায় লায়ন্সরা।
প্রথমবারের মতো মহারাজা ট্রফিতে অংশ নেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান সামিত দ্রাবিড়। তবে অভিষেক ম্যাচে ১৮ বছর বয়সী সামিত কোনো চমক দেখাতে পারেননি।