Suryakumar Yadav: আরজিকর কান্ডে সরব হলেন সূর্যকুমার? কি বললেন নতুন ভারতীয় অধিনায়ক
বর্তমানে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলন শহর, রাজ্য এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। একাধিক বলিউড তারকা সহ জসপ্রীত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, জেমিমাহ রডরিগেজের মতো ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রাণের শহর কলকাতা এখন প্রতিবাদে মুখরিত হচ্ছে। শহরের অন্যতম প্রখ্যাত মেডিক্যাল কলেজ আরজি করের এক মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারত জুড়ে মহিলাদের নিরাপত্তায় বড়ো প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ফলে এই ঘটনাকে সামনে রেখে বলিউড তারকা সহ তারকা ক্রিকেটারদেরকেও প্রতিক্রিয়া দিতে দেখা যাচ্ছে। এবার ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব কলকাতার আরাজি করের ঘটনা নিয়ে পোস্ট করলেন।
গত ৯ আগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ইন্টার্ন তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। এই চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ সামনে উঠে আসে। কলকাতা পুলিশ তদন্তে নামার পর এই ঘটনায় একজন অভিযুক্তকে আটক করে। কিন্তু এই অপ্রত্যাশিত ঘটনার পিছনে আরও বড়ো চক্রান্ত থাকতে পারে বলে নির্যাতিতা মহিলার সহ চিকিৎসক বন্ধুরা এবং বাবা মা সরব হন। এরপরেই তাদের সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষদের আন্দোলনে যোগ দিতে দেখা যায়।
বর্তমানে এই আন্দোলন শহর, রাজ্য এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। একাধিক বলিউড তারকা সহ জসপ্রীত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, জেমিমাহ রডরিগেজের মতো ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন। তিনি লেখেন, "নারীদের রক্ষা করার বদলে আপনার পুত্র সন্তান, ভাই, বাবা, স্বামী এবং পুরুষ বন্ধুদের শিক্ষিত করুন।"
অন্যদিকে আজ ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাইভোল্টেজ ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ঘটনায় চলা শহর জুড়ে আন্দোলনের কারণে নিরাপত্তার অভাবে এই ম্যাচ বাতিল করা হয়। তবে ম্যাচ বাতিল হলেও আজ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ভক্তরা একত্রিত হয়ে আরজি করের ঘটনায় আসল দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন।
বর্তমানে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলন শহর, রাজ্য এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। একাধিক বলিউড তারকা সহ জসপ্রীত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, জেমিমাহ রডরিগেজের মতো ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।