Border-Gavaskar Trophy: বর্ডার গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি রান বানানো পাঁচজনের তালিকা, নেই বিরাট-রোহিতের নাম

২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে, দুই দলের মধ্যে একটি আকর্ষণীয় ৫ ম্যাচের টেস্ট সিরিজ...
SUMAN 19 Aug 2024 12:07 AM IST

২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে, দুই দলের মধ্যে একটি আকর্ষণীয় ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে, যা বর্ডার গাভাস্কার ট্রফি নামেও পরিচিত। ২২ নভেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই বড় সিরিজের আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ৫ জন ব্যাটসম্যান কে, জেনে নেওয়া যাক।

শচীন তেন্ডুলকার- বর্ডার গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে ক্রিকেটের ঈশ্বর নামে পরিচিত সাবেক ভারতীয় ব্যাটসম্যান শচীন তেন্ডুলকারের। ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই সিরিজে মোট ৩৪টি ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার। এই সময়ে তিনি করেছেন ৬৫ ইনিংসে ৩২৬২ রান। বর্ডার গাভাস্কার ট্রফিতে ৯টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরির সাক্ষী তেন্ডুলকারের ব্যাট।

রিকি পন্টিং- এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিংয়ের নামও। ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে ২৯টি ম্যাচ খেলেছেন পন্টিং। এই সময়ে ৫১ ইনিংসে ২৫৫৫ রান করেছেন পন্টিং। বর্ডার গাভাস্কার ট্রফিতে ৮টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি রয়েছে পন্টিংয়ের।

ভিভিএস লক্ষ্মণ- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে ২৯টি ম্যাচ খেলেছেন। এই সময়ে ৫৪ ইনিংসে করেছেন ২৪৩৪ রান। এই সিরিজে ৬টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি করেছেন লক্ষ্মণ।

রাহুল দ্রাবিড় - ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় বর্ডার গাভাস্কার ট্রফিতে ৩২টি ম্যাচ খেলেছেন। এই সময়ে ৬০ ইনিংস খেলে ২১৪৩ রান করেছেন দ্রাবিড়। এই সিরিজে ২টি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরির দেখা গেছে তার ব্যাট থেকে।

মাইকেল ক্লার্ক - ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে মোট ২২টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। এই সময়ে তিনি ৪০ ইনিংস খেলে ২০৪৯ রান করেছেন। ৭টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।

Show Full Article
Next Story