Rohit Sharma: প্লেয়ারের নাম থেকে টসের সিদ্ধান্ত সব ভুলে খেলেও কোনোদিন এই‌ জিনিস ভোলেননা রোহিত, জানালেন প্রাক্তন কোচ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বের দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৮ ম্যাচে ২৫৭ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন।

Vikram Rathore ex batting coach big statement on Rohit Sharma

মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পরে ভারতীয় দলকে কোন ক্রিকেটার সফলভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন তা নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় বিরাট কোহলি অধিনায়ক হিসাবে এলেও সমর্থকদের আশা পূরণ করতে পারেননি। তবে বর্তমানে রোহিত শর্মা ভারতীয় দলকে বিশ্ব মঞ্চে একের পর এক সফলতা এনে দিচ্ছেন। এবার তার বিষয়ে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

রোহিত শর্মার নেতৃত্বে গত বছর ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে। কিন্তু শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা হারের সম্মুখীন হয়‌। অন্যদিকে ২০২৩ একদিনের বিশ্বকাপেও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ভালো শুরু করে। কিন্তু আবারও অস্ট্রেলিয়ার কাছে এই টুর্নামেন্টের ফাইনালে ব্লু ব্রিগেডরা হেরে যায়। তবে ট্রফি না জয় করতে পারলেও রোহিতর অধিনায়কত্ব সমর্থকদের মধ্যে প্রসংশিত হচ্ছিল।

এরপর এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করে। এই টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে ভারতীয় অধিনায়ক ৮ ম্যাচে ২৫৭ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। তবে রোহিত শর্মার মাঝেমধ্যেই ভুলে যাওয়ার স্বভাব আছে বলে সতীর্থরা উল্লেখ করে থাকেন। এমনকি টসের সময় তাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক সময় ভুলে যেতে দেখা গেছে। এবার এই বিষয়ে ভারতের সদ্য প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

তিনি সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “রোহিত শর্মা হয়তো ভুলে যেতে পারেন যে তিনি টসে ব্যাটিং না বোলিং করার সিদ্ধান্ত নেবেন বা টিম বাসে ফোন এবং আইপ্যাড ফেলে আসতে পারেন। কিন্তু তিনি তার ম্যাচের পরিকল্পনা কখনই ভুলে যান না। রোহিত এই বিষয়ে খুবই ভালো। তিনি একজন বুদ্ধিমান কৌশলী।” উল্লেখ্য এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন