DC vs CSK: ভাইজাগে আবার মাহি দর্শন, ম্যাচ পান্থরা জিতলেও ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন ধোনি

আজ বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)।...
techgup 31 March 2024 11:35 PM IST

আজ বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। যার মধ্যে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫২ রান এবং ঋষভ পান্থের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫১ রান। এছাড়া পৃথ্বী শ্বয়ের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৩ রান। অন্যদিকে বল হাতে চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট শিকার করেন মথিশা পথিরানা।

চেন্নাই সুপার কিংসকে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে তুলতে হত ২০ ওভারে ১৯২ রান। এই পিচে দিল্লির বোলিং লাইনআপের সামনে খুব একটা সহজ কাজ ছিল না এই লক্ষ্য তাড়া করা। যাই হোক, এই রানের লক্ষ্যকে সামনে রেখে ওপেন করেন চেন্নাইয়ের নিয়মিত ওপেনার রুতুরাজ গায়কওয়াড এবং রাচিন রবীন্দ্র। দুজনেই যথাক্রমে ১ এবং ২ রান করে আউট হয়ে যান। দুজনকেই ফেরান খলিল আহমেদ। এরপর অজিঙ্কা রাহানে এবং ড্যারেল মিচেল মিলে চেন্নাইয়ের ইনিংসের হাল ধরেন।

মিচেল ২৬ বলে ৩৪ রান করে ফিরে গেলেও, রাহানে অন্যপ্রান্তে তখনও দাঁড়িয়েছিলেন। মিচেল আউট হতে ক্রিজে আসেন শিবম দুবে। কিছুক্ষণ পর রাহানে ৩০ বলে ৪৫ রান করে আউট হতেই ম্যাচটি হাত থেকে বেরিয়ে যেতে থাকে চেন্নাইয়ের। পরবর্তী ব্যাটসম্যান সমীর রিজভি প্রথম বলেই আউট হয়ে ফিরে যান। শিবম দুবেও ১৮ রান করার পর মাঠ ছাড়েন। তাদের তিনজনকেই ফেরান মুকেশ কুমার। এরপর ক্রিজে শেষপর্যন্ত টিকে থাকেন রবীন্দ্র জাদেজা (২১) এবং মহেন্দ্র সিং ধোনি (৩৭)। আজ ভক্তরা ধোনি ব্যাট থেকে ছক্কা চার উপভোগ করলেও, ম্যাচটি শেষমেষ রানে হারতে হয় চেন্নাইকে। এর সাথেই এই মরশুমের প্রথম জয় নিজেদের নাম করে দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals vs Chennai Super Kings Match Scorecard):

দিল্লি ক্যাপিটালস: ১৯১/৫ (২০ ওভার)

চেন্নাই সুপার কিংস: ১৭১/৬ (২০ ওভার)

ম্যাচটি দিল্লি ক্যাপিটালস ২০ রানে জয়লাভ করেছে।

Show Full Article
Next Story