Categories: Sport

DC vs LSG: জয়ের সাথে শেষ দিল্লির সিজন, ১৯ রানে হেরে প্লে অফের আশা প্রায় শেষ রাহুলদেরও

আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকলো এক রোমাঞ্চকর ম্যাচের। এই স্টেডিয়ামে এটিই ছিল এবারের আইপিএলের শেষ ম্যাচ। যেখানে লখনউ সুপার জায়েন্টসকে (Lucknow Super Giants) ১৯ রানে হারিয়ে ১৪ পয়েন্টে এই মরশুমের যাত্রা শেষ করলো দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল দিল্লি। এখনো অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। অন্যদিকে আজ দিল্লি জেতায় আইপিএল ২০২৪ (IPL 2024) এর দ্বিতীয় দল হিসাবে প্লে অফের টিকিট পেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

আজ দিল্লির অরুন জেটলি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল লখনউ সুপার জায়েন্টস। এই সিদ্ধান্তের কারণে প্রথমে ব্যাট করতে হয় দিল্লি ক্যাপিটালস। আর প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৮ রান করে দিল্লি। যার মধ্যে ওপেনিংয়ে অভিষেক পোড়েলের (Abishek Porel) ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫৮ রান এবং ত্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ব্যাট থেকে আসে ২৫ বলে ৫৭ রান। এছাড়া শেই হোপের ২৭ বলে ৩৮ রান এবং ঋষভ পান্থের ২৩ বলে ৩৩ রানের ইনিংসটিও ছিল বেশ গুরুত্বপূর্ণ।

লখনউকে প্লে অফের দৌড়ে টিকে থাকতে প্রয়োজন ছিল ২০ ওভারে ২০৯ রান। এই ম্যাচে ওপেন করতে এসে মাত্র ৫ রান করে প্রথম ওভারেই আউট হন লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল, তার উইকেটটি নেন ইশান্ত শর্মা (Ishant Sharma)। এরপর পাওয়ারপ্লেতে আসে আরও তিনটি উইকেট। কুইন্টেন ডি কক, মার্কাস স্টইনিস থেকে শুরু করে দীপক হুডা সকলেই পাওয়ারপ্লের মধ্যেই আউট হন। এই ৪ উইকেটের মধ্যে ৩ টি নিজের নাম করেন ইশান্ত শর্মা। এখান থেকে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান (Nicholas Pooran) এবং আয়ুশ বাদোনি। তবে বাদোনিও মাত্র ৬ রান করে স্টাবসের শিকার হন।

এই পরিস্থিতিতেও একাই ক্রিজে লড়ে যান নিকোলাস পুরান৷ কিন্তু তিনি ২৭ বলে ৬১ রান করে মুকেশ কুমারের শিকার হতেই ম্যাচটি দিল্লির দিকে হয়ে যায়। এরপর ক্রুণাল পান্ডিয়াও ১৮ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে ফিরে যান। এই কঠিন সময়ে দলকে জেতানোর আশা দেখান আরশাদ খান (Arshad Khan) এবং যুধবীর সিং চরক। তারপর যুধবীর ৭ বলে ১৪ রান করে খলিল আহমেদের বলে আউট হন। এখান থেকে লখনউ ভক্তরা তাকিয়ে ছিলেন আরশাদ খানের দিকে। যাই হোক, আরশাদ ৩৩ বলে ৫৮ রান করে নিজের দিকে সম্পূর্ণ চেষ্টা করলেও, অন্যপ্রান্ত থেকে সেভাবে সমর্থন না পাওয়ায় ১৯ রানে দিল্লির কাছে হারতে হয়েছে তাদের। এর সাথেই প্লে অফের আশা আরও ক্ষীণ হয়ে উঠেছে লখনউয়ের জন্য।

দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals vs Lucknow Super Giants Match Scorecard):

দিল্লি ক্যাপিটালস: ২০৮/৪ (২০ ওভার)

লখনউ সুপার জায়েন্টস: ১৮৯/৯ (২০ ওভার)

ম্যাচটি দিল্লি ক্যাপিটালস ১৯ রানে জয়লাভ করেছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

43 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago