Categories: Sport

DC vs MI: বড় রানের ম্যাচে মাত্র ১০ রানে পিছিয়ে থাকল রোহিতরা, সিজনের পঞ্চম জয় ঋষভদের

যতই সময় এগোচ্ছে, ততই আইপিএল ২০২৪ (IPL 2024) একের পর এক অভিনব ম্যাচের উপহার দিচ্ছে ক্রিকেট ভক্তদের। আজও সেরকম এক রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকলো দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ১০ রানে হারিয়ে এই মরশুমের পঞ্চম জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই জয়ের সাথেই পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ঋষভ পান্থরা। অন্যদিকে এই হারের সাথে প্লে অফের যাত্রা আরও কঠিন হল মুম্বাইয়ের।

আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। যে সিদ্ধান্তের কারণে প্রথমে ব্যাট করতে হয় দিল্লি ক্যাপিটালসকে । যদিও প্রথমে ব্যাট করতে নেমে ভক্তদের একেবারেই নিরাশ করেনি দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৫৭ রান করে দিল্লি ক্যাপিটালস। যার মধ্যে ২৭ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। এছাড়া শেই হোপের (Shai Hope) ১৭ বলে ৪১ রান এবং ত্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ২৫ বলে ৪৮ রান সহ বাকিদের ইনিংসের ভিত্তিতে এই সম্মানজনক স্কোরে পৌঁছায় তারা।

মুম্বাই ইন্ডিয়ান্সকে এই ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল ২০ ওভারে ২৫৮ রান। বর্তমানে যেহেতু, ২৫০ এর উর্ধ্বে লক্ষ্য তাড়া করা সহজ করে উঠেছে। তাই ভক্তদের কাছে আশা ছিল, মুম্বাই এটি করে দেখাবে। যাই হোক, এই লক্ষ্য তাড়া করতে নেমে ঈশান কিষাণ শুরুটা খুব ভালো করলেও, অন্যদিক থেকে রোহিত শর্মা মাত্র ৮ রান করে খলিল আহমেদের শিকার হন। যদিও তারপরের ওভারেই ঈশান কিষাণও ২০ রান করে মুকেশ কুমারের বলে আউট হন। এরপর সূর্যকুমার যাদবও ব্যাট করতে এসে পরের ওভারেই খলিল আহমেদের শিকার হন। তার সংগ্রহ ২৬ রান।

এখান থেকে মুম্বাইয়ের জয়ের রাস্তা খুব একটা সহজ ছিল না। কিন্তু তিলক বর্মা (Tilak Verma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ম্যাচটি তখনও জীবিত রেখেছিলেন। হার্দিকের ব্যাট আজ খুব ভালো চললেএ, ২৪ বলে ৪৬ রানে আউট হয়ে যান, তাকে ফেরান রাশিখ সালাম। আবার ওই ওভারেই নতুন ব্যাটার নেহাল ওয়াধেরাকে আউট করেন তিনি। এখান থেকে তিলক বর্মার সাথ দিতে ক্রিজে আসেন টিম ডেভিড (Tim David)। তিনি ১৭ বলে ৩৭ করে জয়ের দিকে দলকে কিছুটা পৌঁছে দেন। এরপরেই মুকেশ কুমারের বলে আউট হন তিনি। অন্যদিকে তিলক বর্মা এবং পীযূষ চাওলা শেষ ওভার পর্যন্ত নিজেদের লড়াই চালিয়ে যান। শেষমেষ তিলক বর্মা ৩২ বল খেলে ৬৩ রান করে রানআউট হতেই ম্যাচটি দিল্লির কবলে চলে যায়। এই পরিস্থিতি থেকে লুক উড ৯ রান এবং পীযূষ চাওলা ১০ রান করলেও, ম্যাচটি ১০ রানে হার মানতে হয় তাদের।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals vs Mumbai Indians Match Scorecard):

দিল্লি ক্যাপিটালস: ২৫৭/৪ (২০ ওভার)

মুম্বাই ইন্ডিয়ান্স: ২৪৭/৯ (২০ ওভার)

ম্যাচটি দিল্লি ক্যাপিটালস ১০ রানে জয়লাভ করেছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

16 mins ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

21 mins ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

26 mins ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

47 mins ago

Dear Lottery Results Today 23 August: ডিয়ার লটারি দুপুর একটার, সন্ধ্যা ছটা ও রাত আটটার রেজাল্ট

আজ 23 আগস্ট তারিখের ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এখানেই নাগাল্যান্ড স্টেট লটারি পরিচালিত…

49 mins ago

টাটা-মারুতির মাথাব্যাথা বাড়াচ্ছে Mahindra, এই গাড়ি কিনতে আসছে হাজার হাজার ক্রেতা

Mahindra এপ্রিল মাসে XUV300-এর Facelift ভার্সন ভারতে লঞ্চ করেছিল, যার নাম XUV 3XO। সেগমেন্ট ফার্স্ট…

1 hour ago