Categories: Sport

DC vs MI: আইপিএলে আবার রানের বৃষ্টি, মুম্বাইয়ের বিরুদ্ধে এবার ২৫০ পার ঋষভদের

এই বছর আইপিএলের ম্যাচগুলিতে হওয়া একের পর এক রেকর্ড ভক্তদের মন জয় করে নিচ্ছে। আজ এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals vs Mumbai Indians Match) বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে মুম্বাই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তবে দিল্লির ব্যাটসম্যানরা এই পিচে প্রথম থেকে ভয়ঙ্কর হয়ে ওঠেন।

আজ ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান তারকা জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) অভিষেক পোড়েলের সঙ্গে ওপেনিং করতে আসেন। ম্যাকগার্ক ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। একের পর এক চার-ছয় মেরে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের চাপের মুখে ফেলে দেন। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান মাত্র ১৫ বলে এই আইপিএলে আবারও দ্রুততম অর্ধ শতরান করে সমর্থকদের মুগ্ধ করেন। এর ফলে দিল্লি ক্যাপিটালস ৬ ওভারে ৯২ রান সংগ্রহ করে নেয়।

এটাই দিল্লির এক ইনিংসের পাওয়ার প্লেতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান‌। অন্যদিকে ম্যাকগার্ক মাত্র ২৭ বলে ১১ টি চার এবং ৬ টি ছয়ের মাধ্যমে মোট ৮৪ রান করে মাঠ ছাড়েন। অভিষেকের ব্যাট থেকে ২৭ বলে ৩৬ রান আসে। এরপর শাই হোপ (Shai Hope) ৫ টি ছয়ের মাধ্যমে ১৭ বলে ৪১ রান করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। অধিনায়ক ঋষভ পান্থও আজ পিছিয়ে ছিলেন না। তিনি ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) সঙ্গে জুটি বেঁধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পান্থের ব্যাট থেকে ১৯ বলে ২৯ রান আসে। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস স্টাবসের ২৫ বলে ২ টি ছয় এবং ৬ টি চারের মাধ্যমে ৪৮ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে নিয়েছে। এর সঙ্গেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিজ্ঞ পিযূষ চাওলা (Piyush Chawla) ৪ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে ১ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে যথেষ্ট প্রভাব ফেলেছেন।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরবোর্ড:

দিল্লি ক্যাপিটালস- ২৫৭/৪ (২০.০ ওভার)

জেক ফ্রেজার-ম্যাকগার্ক- ৮৪ (২৭)

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

41 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

60 mins ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago