IPL 2024: আবার পাহাড়ি পাদদেশে ফিরছে IPL, এবারের ধর্মশালায় দুটি ম্যাচ খেলবে এই‌দল

মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। ইতিমধ্যে ওই লিগকে নিয়ে মানুষের উত্তেজনা শিখরে পৌঁছেছে। এবারের আইপিএলটি কতগুলি স্টেডিয়ামকে নিয়ে অনুষ্ঠিত হবে, এই নিয়ে উঠে এল এক তালিকা। প্রত্যেকটি দলের নিজের নিজের হোম গ্রাউন্ড থাকলেও, কিছু কিছু ম্যাচ ভারতের বিভিন্ন শহরে হতে পারে।

সম্প্রতি পিটিআইয়ের এক খবর অনুসারে জানা গেছে, আইপিএলে অংশগ্রহণকারী ১০ দলের খেলা অনুষ্ঠিত হবে ১৩ টি স্টেডিয়াম নিয়ে। নিজেদের হোম গ্রাউন্ড ছাড়াও কিছু দল কয়েকটি ম্যাচ খেলবে ভারতের অন্যান্য শহরে। লোকসভা নির্বাচন এবং সেই শহরের উক্তদের মধ্যে ক্রিকেটের উন্মাদনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে চলেছে আইপিএল ফ্র‍্যাঞ্চাইজিগুলি।

এখনো পর্যন্ত প্রথম দফায় যে ১৭ দিনের আইপিএলের সময়সূচি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম দিকের দুটি ম্যাচ খেলবে ভাইজাগে। মহিলা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে পরেই সেখানে আইপিএল খেলা সমস্যার কারণ হবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। এছাড়া আজ যে খবর উঠে আসছে তা হল, হিমাচল প্রদেশের ধর্মশালায় (Dharamshala) অনুষ্ঠিত হতে পারে এই মরশুমের দুটি আইপিএল ম্যাচ।

চারিদিকে পর্বতবেষ্টিত ধর্মশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪ এর দুটি ম্যাচ। কবে এখানকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি। দ্বিতীয় দফার সময়সূচি ঘোষণার সময় তা জানা যাবে। তবে এটুকু নিশ্চিত যে, পাঞ্জাব কিংস (Punjab Kings) তাদের দুটি ম্যাচ খেলবে সেখানে। কারণ এর আগেও, ধর্মশালায় ঘরোয়া ম্যাচ খেলেছে পাঞ্জাব। এছাড়া গতবারের মতো গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালসের দুটি ঘরোয়া ম্যাচ।