BCCI Annual Contract: ভালো খেলায় ফল মিলল, হঠাৎ করেই এই দুই তরুণকে বার্ষিক চুক্তি উপহার বোর্ডের
নতুন বছরে যেন সবকিছুই ঠিকঠাক চলছে ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং সরফরাজ খানের (Sarfaraz Khan) জন্য। এই মাসে শেষ হওয়া...নতুন বছরে যেন সবকিছুই ঠিকঠাক চলছে ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং সরফরাজ খানের (Sarfaraz Khan) জন্য। এই মাসে শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে এই দুই তরুণ দুর্দান্ত পারফরম্যান্স করে সবার প্রশংসা কুড়িয়েছেন। তবে বিসিসিআইয়ের ঘোষিত বার্ষিক চুক্তিতে (BCCI Annual Contract) সুযোগ পাইনি এই দুই তরুণ।
তবে এবার বড় সুখবর উঠে এলো সরফরাজদের জন্য। বার্ষিক চুক্তি ঘোষণার সময় বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে যদি এই টেস্ট সিজনে কোন নতুন প্লেয়ার তিনটি বা অধিক টেস্ট ম্যাচ খেলে তাহলে তাকে বার্ষিক চুক্তি উপহার দেওয়া হবে। সেই অনুযায়ী সরফরাজ খান এবং ধ্রুব জুরেল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অভিষেক করেছিলেন। সেখান থেকে সিরিজের শেষ ম্যাচ অবদি তারা একাদশের অংশ ছিলেন।
নিয়ম অনুযায়ী এই দুজনের নাম গতকাল বার্ষিক চুক্তিতে যুক্ত করল বোর্ড। দুজনকেই গ্রেড সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তাদের বেতন হবে বার্ষিক এক কোটি টাকা। উল্লেখ্য কিছুদিন আগে শ্রেয়াসকেও তার চুক্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা উঠে এসেছিল। কিন্তু সে সম্পর্কে কোন খবরা খবর এখনো প্রকাশ করেনি বিসিসিআই।
এছাড়াও এই মিটিংয়ে আগামী বছরের ঘরোয়া ক্রিকেট সময়সূচী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবছর সৈয়দ মুস্তাক আলী ট্রফির পরে অক্টোবর থেকে রঞ্জি ট্রফি শুরুর পরিকল্পনা করছে বোর্ড।