David Johnson Death: ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, ছাদ থেকে পড়ে মৃত্যু ভারতের প্রাক্তন এই টেস্ট ক্রিকেটারের

একদিকে যখন ভারতীয় দল আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার -8-এ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য...
SUMAN 20 Jun 2024 5:48 PM IST

একদিকে যখন ভারতীয় দল আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার -8-এ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ক্রিকেটবিশ্বে চমকে দেওয়ার মতো ঘটনা উঠে এসেছে। ভারতের সাবেক ফাস্ট বোলার ডেভিড জনসন (David Johnson) মারা গেছেন। দাবি করা হয়েছে যে তিনি তার অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়েছেন। তার মৃত্যুতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে (Anil Kumble)।

ভারতের সাবেক ক্রিকেটার ডেভিড জনসনকে তার অ্যাপার্টমেন্টের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ৫২ বছর বয়সী ডেভিড জুড জনসন কোথানুরের কনক শ্রী লেআউটে তার অ্যাপার্টমেন্ট থেকে পড়ে যান। অধিকতর তদন্ত চলছে বলেও জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই ক্রিকেটার। তারা জানান, সাবেক ফাস্ট বোলার জনসনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ১৯৯৬ সালে ভারতের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার। অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদ, ডোডা গণেশ এবং জাভাগাল শ্রীনাথের মতো কর্ণাটক দলে ছিলেন তিনি। তিনি মোট ৩৯টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন। বাড়ির কাছেই ক্রিকেট অ্যাকাডেমি চালাতেন তিনি।

ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে এক্স-এ লিখেছেন, "আমার ক্রিকেট পার্টনার ডেভিড জনসনের মৃত্যুর খবর শুনে দুঃখ পেয়েছি। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেল বেনি!" উল্লেখ্য, কর্ণাটকের পক্ষে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। ১৯৯৫-৯৬ মরসুমে রঞ্জি ট্রফিতে কেরালার বিপক্ষে তিনি ১৫২ রানে ১০ উইকেট লাভ করেন, যা তাকে জাতীয় স্বীকৃতি এনে দেয়। এরপর ১৯৯৬ সালে ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক ঘটে তার। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩৯ ম্যাচে ২৮.৬৩ গড় ও ৪৭.৪ স্ট্রাইক রেটে নিয়েছেন ১২৫ উইকেট। প্রথম-শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির অধিকারী লোয়ার অর্ডার ব্যাটসম্যান ছিলেন তিনি।

Show Full Article
Next Story
Share it