Gautam Gambhir: তার কোচিংয়ে কি আশা করতে পারে প্লেয়াররা, ড্রেসিং রুমের আমেজ কেমন থাকবে, জানিয়ে দিলেন‌ গম্ভীর

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আজ ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার একটি বৈঠকে সামিল হয়েছিলেন।

SUMAN 22 July 2024 8:07 PM IST

ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের যুগ শেষ হয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে গৌতম গম্ভীরের যুগ। চলতি জুলাই মাসেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসাবে নির্বাচিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এখনো কোচিংয়ে না দেখা গেলেও, আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই কোচের আসনে দেখা যাবে গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ারদের।

সকলের ধারণা, গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা চিন্তাভাবনা নিচ্ছেন। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কা সফরে ভারতীয় ওডিআই দলে ব্রাত্য থেকে গেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা মাস খানেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

তবে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আজ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার একটি বৈঠকে সামিল হয়েছিলেন। সেখানে তিন ফরম্যাটের আলাদা আলাদা দলের প্রসঙ্গে কথা ওঠায়, নতুন কোচ গম্ভীর বলেছেন, “টি-টোয়েন্টি এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনজন অবসর নেওয়ায় এরকমটা হয়েছে। কিন্তু ওডিআই ও টেস্টে সেরকম কোনো বদল হয়নি। যে ক্রিকেটার তিন ফরম্যাটেই খেলতে পারে, সে তিন ফরম্যাটেই খেলবে। বিশেষ করে ওডিআই ও টেস্টের ক্ষেত্রে একই ক্রিকেটারদের খেলা উচিত। আমি এখনো ভাবিনি যে আলাদা ফরম্যাটে আলাদা দল হবে। নির্বাচকদের কথা বলতে পারব না।”

ভারতীয় দলের নতুন কোচ গম্ভীর আরও যোগ করেছেন, “ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, আমি ওদের স্বাধীনতা দেব। ওদের সঙ্গে বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি করতে চাই। ওদেরকে এটা বোঝাতে চাই যে, আমি সবসময়ে ওদের পিছনে আছি। ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস থাকলে ড্রেসিংরুমের পরিস্থিতিও ভালো থাকবে। আর ড্রেসিংরুম আনন্দে থাকলে তার প্রভাব মাঠে বোঝা যায়। আমি একটা সফল দলের দায়িত্ব নিয়েছি। তাই কোনো বিষয়েই খুব বেশি জটিলতা রাখতে চাই না।”

Show Full Article
Next Story