Sport

Gautam Gambhir: তার কোচিংয়ে কি আশা করতে পারে প্লেয়াররা, ড্রেসিং রুমের আমেজ কেমন থাকবে, জানিয়ে দিলেন‌ গম্ভীর

ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের যুগ শেষ হয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে গৌতম গম্ভীরের যুগ। চলতি জুলাই মাসেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসাবে নির্বাচিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এখনো কোচিংয়ে না দেখা গেলেও, আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই কোচের আসনে দেখা যাবে গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ারদের।

সকলের ধারণা, গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা চিন্তাভাবনা নিচ্ছেন। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কা সফরে ভারতীয় ওডিআই দলে ব্রাত্য থেকে গেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা মাস খানেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

তবে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আজ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার একটি বৈঠকে সামিল হয়েছিলেন। সেখানে তিন ফরম্যাটের আলাদা আলাদা দলের প্রসঙ্গে কথা ওঠায়, নতুন কোচ গম্ভীর বলেছেন, “টি-টোয়েন্টি এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনজন অবসর নেওয়ায় এরকমটা হয়েছে। কিন্তু ওডিআই ও টেস্টে সেরকম কোনো বদল হয়নি। যে ক্রিকেটার তিন ফরম্যাটেই খেলতে পারে, সে তিন ফরম্যাটেই খেলবে। বিশেষ করে ওডিআই ও টেস্টের ক্ষেত্রে একই ক্রিকেটারদের খেলা উচিত। আমি এখনো ভাবিনি যে আলাদা ফরম্যাটে আলাদা দল হবে। নির্বাচকদের কথা বলতে পারব না।”

ভারতীয় দলের নতুন কোচ গম্ভীর আরও যোগ করেছেন, “ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, আমি ওদের স্বাধীনতা দেব। ওদের সঙ্গে বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি করতে চাই। ওদেরকে এটা বোঝাতে চাই যে, আমি সবসময়ে ওদের পিছনে আছি। ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস থাকলে ড্রেসিংরুমের পরিস্থিতিও ভালো থাকবে। আর ড্রেসিংরুম আনন্দে থাকলে তার প্রভাব মাঠে বোঝা যায়। আমি একটা সফল দলের দায়িত্ব নিয়েছি। তাই কোনো বিষয়েই খুব বেশি জটিলতা রাখতে চাই না।”

Suman Patra

Share
Published by
Suman Patra

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago