চোটের কারণে নয়, SRH-এর বিরুদ্ধে নিজেই নিজেকে ড্রপ করেছেন ম্যাক্সি, জানালেন নিজেই

বর্তমানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ইতিমধ্যে এবার...
techgup 16 April 2024 12:50 PM IST

বর্তমানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ইতিমধ্যে এবার আইপিএলে (IPL 2024) ৭ ম্যাচ খেলে ৬ ম্যাচে হারের মুখ দেখেছে তারা। প্লে অফে যাওয়ার সুযোগ এই মুহুর্তে ক্ষীণ হয়ে এসেছে। তবুও আরসিবির ইনিংস থেকে গতকাল অনেককিছু ইতিবাচক দিক দেখেছে ভক্তরা। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারলেও, তা খুব কম রানেই হেরেছে আরসিবি। তারপরেই অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf du Plessis) এবং দলের কাছে অনির্দিষ্টকালের জন্য ছুটি চেয়েছেন দলের প্রধান অলরাউন্ডার।

বুড়ো আঙ্গুলে চোটের জন্য গতকাল আরসিবির জন্য উপলব্ধ ছিলেন না অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। একাদশে না থাকলেও, দলের জন্য প্রাণবন্ত ভালোবাসা অটুট ছিল ম্যাক্সওয়েলের। তিনি চাইছিলেন আরসিবি যে কোনো মূল্যে ম্যাচটি জিতুক। কিন্তু শেষমেষ গতকাল আরসিবির লড়াই ব্যর্থ হয়। ২৮৮ রান তাড়া করতে নেমে ২৬২ রান তুললেও, ২৫ রানে হারতে হয় তাদের। তারপরেই নিজের খারাপ ছন্দের কথা মাথায় রেখে বাকিদের সুযোগ দিতে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে সরে যাওয়ার কথা তুলেছেন ম্যাক্সওয়েল।

এক সাংবাদিক সম্মেলনে ম্যাক্সওয়েল বলেছেন, “ব্যক্তিগত ভাবে আমার কাছে এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল। আমি সোজা ফাফকে গিয়ে জানাই যে, অন্য কিছু চেষ্টা করা যাক। আমি এর আগেও এই অবস্থায় পড়েছি। আমি মনে করি এটাই আমার কাছে সঠিক সময় বিশ্রাম নেওয়ার। তবে টুর্নামেন্টের মধ্যে যদি আমাকে দলের প্রয়োজন পড়ে এবং আমি যদি মানসিক ও শারীরিক ভাবে তৈরী থাকি, তাহলে আমি অবশ্যই ফিরে আসবো।”

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ম্যাক্সওয়েল। এদিকে এই মরশুমে প্রথম ৬ টি ম্যাচেও ব্যাট হাতে একেবারেই কার্যকরী ভূমিকা নেননি ম্যাক্সওয়েল। বল হাতে নিয়মিত উইকেট পেলেও, ব্যাট হাতে ৬ ম্যাচে ৩২ রান করেছেন তিনি। রান না পাওয়ায় নানা সমালোচনার শিকার হতে হচ্ছিল তাকে। তাই বাকিদের সুযোগ দিতে তিনি আইপিএল থেকে অনির্দিষ্ট কালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে অজি তারকা।

Show Full Article
Next Story