GT vs CSK: জোড়া শতরানেও ২৫০ গন্ডি ছুঁলোনা গুজরাট, শেষ পাঁচে ৪১ রানে ২৩১ এ গিলরা
আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকলো এক দুর্দান্ত ইনিংসের। আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ৫৯ তম ম্যাচে...আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকলো এক দুর্দান্ত ইনিংসের। আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ৫৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট দল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস (Gujarat Titans vs Chennai Super Kings)। এটি হল গুজরাটের জন্য মরন-বাঁচনের লড়াই। আর এই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে ২৩১ রান করলো গুজরাট। চেন্নাইকে প্লে অফে যেতে হলে এখান থেকে ২৩২ রান তুলতে হতো।
আজ প্রথম থেকেই অন্যরকম মনোভাব নিয়ে মাঠে আসে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং সাই সুদর্শন (Sai Sudharsan)। প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসের বোলারদের ত্রাস হয়ে উঠেছিলেন এই জুটি। প্রথমে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৫৮ রান তোলে গুজরাট। এরপর পাওয়ারপ্লে শেষ হয়ে গেলেও, তাদের রানের গতি থেমে যায়নি। তারপরেও রানের গতি এগিয়ে নিয়ে যায় তারা।
অবশেষে শুভমান গিল এবং সাই সুদর্শন দুজনেই সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছান। একদিকে ১৭ তম ওভারে গিল ৫০ বলে নিজের আইপিএল কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন। অন্যদিকে সাই সুদর্শনও ৫০ বলে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন। তবে তাদের সেঞ্চুরির পর আর রানের গতি বাড়িয়ে নিয়ে যেতে পারেননি। ১৮ তম ওভারে তুষার দেশপান্ডের (Tushar Deshpande) বলে দুজনেই নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।
ওই ওভারের দ্বিতীয় বলে সাই সুদর্শনকে ফেরান দেশপান্ডে। ৫১ বলে ১০৩ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। অন্যদিকে ওই ওভারের শেষ বলেই গিল ফেরেন ৫৫ বলে ১০৪ রান করে। ততক্ষণে ২১০ এর গন্ডি পার করেছে গুজরাট। এদিকে এরপর ক্রিজে আসেন ডেভিড মিলার এবং শাহারুখ খান। তবে ডেথ ওভারে সকলের প্রত্যাশামতো সেভাবে রান এগিয়ে নিয়ে যেতে পারেননি তারা। অবশেষে মিলারের ১৬ রান এবং শাহারুখের ২ রানের ভিত্তিতে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ২৩১ রান তোলে গুজরাট।
স্কোরকার্ড:
গুজরাট টাইটান্স: ২৩১/৩ (২০ ওভার)
শুভমান গিল: ১০৪(৫৫)
সাই সুদর্শন: ১০৩(৫১)