Categories: Sport

GT vs CSK: জোড়া শতরানেও ২৫০ গন্ডি‌ ছুঁলোনা গুজরাট, শেষ পাঁচে ৪১ রানে ২৩১ এ গিলরা

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকলো এক দুর্দান্ত ইনিংসের। আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ৫৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট দল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস (Gujarat Titans vs Chennai Super Kings)। এটি হল গুজরাটের জন্য মরন-বাঁচনের লড়াই। আর এই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে ২৩১ রান করলো গুজরাট। চেন্নাইকে প্লে অফে যেতে হলে এখান থেকে ২৩২ রান তুলতে হতো।

আজ প্রথম থেকেই অন্যরকম মনোভাব নিয়ে মাঠে আসে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং সাই সুদর্শন (Sai Sudharsan)। প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসের বোলারদের ত্রাস হয়ে উঠেছিলেন এই জুটি। প্রথমে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৫৮ রান তোলে গুজরাট। এরপর পাওয়ারপ্লে শেষ হয়ে গেলেও, তাদের রানের গতি থেমে যায়নি। তারপরেও রানের গতি এগিয়ে নিয়ে যায় তারা।

অবশেষে শুভমান গিল এবং সাই সুদর্শন দুজনেই সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছান। একদিকে ১৭ তম ওভারে গিল ৫০ বলে নিজের আইপিএল কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন। অন্যদিকে সাই সুদর্শনও ৫০ বলে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন। তবে তাদের সেঞ্চুরির পর আর রানের গতি বাড়িয়ে নিয়ে যেতে পারেননি। ১৮ তম ওভারে তুষার দেশপান্ডের (Tushar Deshpande) বলে দুজনেই নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।

ওই ওভারের দ্বিতীয় বলে সাই সুদর্শনকে ফেরান দেশপান্ডে। ৫১ বলে ১০৩ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। অন্যদিকে ওই ওভারের শেষ বলেই গিল ফেরেন ৫৫ বলে ১০৪ রান করে। ততক্ষণে ২১০ এর গন্ডি পার করেছে গুজরাট। এদিকে এরপর ক্রিজে আসেন ডেভিড মিলার এবং শাহারুখ খান। তবে ডেথ ওভারে সকলের প্রত্যাশামতো সেভাবে রান এগিয়ে নিয়ে যেতে পারেননি তারা। অবশেষে মিলারের ১৬ রান এবং শাহারুখের ২ রানের ভিত্তিতে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ২৩১ রান তোলে গুজরাট।

স্কোরকার্ড:

গুজরাট টাইটান্স: ২৩১/৩ (২০ ওভার)

শুভমান গিল: ১০৪(৫৫)

সাই সুদর্শন: ১০৩(৫১)

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

8 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

52 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago