ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর আশাবাদী যে আসন্ন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তার প্রথম বৈশ্বিক খেতাব জিতবে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন তার দলের জন্য উপকারী হবে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
হরমনপ্রীত বলেন- “আমরা যখনই এমন মঞ্চে (বিশ্বকাপ) খেলি, আমরা সব সময় ভালো করতে চাই। আমরা অতীতে সবসময় ভাল পারফর্ম করেছি এবং আশা করি এবার আমরা শেষ বাধা অতিক্রম করতে এবং শিরোপা জিততে সক্ষম হব।”
৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান মাঠ পরিবর্তনের বিষয়টি গুরুত্ব না দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন অনেকটা ভারতের মতোই। সংযুক্ত আরব আমিরাতে আমরা খুব বেশি ক্রিকেট খেলিনি। তবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ভারতের মতোই হবে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার সময়ও ভারতের অধিনায়ক ছিলেন হরমনপ্রীত।
তিনি আরো বলেন, ”আমরা দেখব কন্ডিশন কেমন হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। দল হিসেবে আমরা আমাদের পরাজয় থেকে শিখি এবং যেসব বাধা আমাদের পিছিয়ে রেখেছে সেগুলো ভেঙে ফেলি। আশা করি, এবার বিশ্বকাপে আমরা আরও ইতিবাচকভাবে খেলতে পারব।” সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে হোঁচট খাওয়া ভারতীয় বোলারদেরও সমর্থন করেছেন হরমনপ্রীত। এবিষয়ে তিনি বলেন- “বোলাররা দল হিসেবে সত্যিই কঠোর পরিশ্রম করছে এবং আশা করছি বিশ্বকাপে আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলব।”