"ওরা থাকলেই খেলতে পারিনা", প্রথমবার নিজের মা-বাবার সামনে ভালো খেলে আবেগপ্রবণ হর্ষিত
শনিবার আইপিএলে (IPL 2024) এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেটবিশ্ব। যেখানে কলকাতাবাসীকে এক সুন্দর রাত উপহার দিয়েছে...শনিবার আইপিএলে (IPL 2024) এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেটবিশ্ব। যেখানে কলকাতাবাসীকে এক সুন্দর রাত উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অন্তিম ওভার পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (KKR vs SRH) ৪ রানে হারিয়ে মরশুমের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে কেকেআর।
গতকাল ইডেনের পুরো বাতাবরণ পরিবর্তন করে দেয় কেকেআর। কিন্তু এই ম্যাচ একসময় কেকেআরের হাত থেকে বেরিয়ে গেলেও, ম্যাচটি কেকেআরের দিকে করতে নিজের সম্পূর্ণতা দিয়েছেন কেকেআর তরুণ পেসার হার্ষিত রানা (Harshit Rana)। ম্যাচের প্রথম বল থেকেই খুব ভালো লাইন লেন্থে বল করেছেন তিনি। পাওয়ারপ্লে তে মায়াঙ্ক আগারওয়ালের উইকেট এবং ম্যাচের অন্তিম ওভারে শাহবাজ আহমেদ এবং দুর্দান্ত ছন্দে থাকা হেনরিখ ক্লাসেনকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
কেকেআরকে জেতানোর পর ম্যাচ শেষে হার্ষিত রানা পেস কনফারেন্সে হাজির হন। সেখানে তার মুখেই শোনা যায়, গতকাল ইডেনে তার বাবা মা উপস্থিত ছিলেন। তিনি তাদেরকে উদ্দেশ্য করে পেস কনফারেন্সে বলেন, “আমার বাবা মা এই ম্যাচে উপস্থিত রয়েছেন। আগে আমি ভাবতাম যে যখনই তারা আমাকে খেলতে দেখে, আমি খারাপ পারফরমেন্স করি, কিন্তু আমি খুশি যে এই ম্যাচে তা হয়নি।”
হার্ষিতের কথাতেই স্পষ্ট, তিনি তার পরিবারের সামনে ভালো পারফরমেন্স করতে পেরে কতটা খুশি। যেখানে দলের অভিজ্ঞ বোলারেরা খুব সহজেই রান দিচ্ছিলেন। এমন পরিস্থিতিতেও ৪ ওভার বল করে ৩৩ রান খরচা করে ৩ উইকেট নিয়েছেন তিনি। ওইরকম পরিস্থিতিতে তার এই পারফরমেন্স কেকেআর ভক্তরা কোনোদিনও ভুলবে না।