ICC T20i Ranking: প্রথম দশে এন্ট্রি রুতুরাজের, পিছলো বুমরাহ, টি-২০ র‍্যাঙ্কিংয়ে বড় লাফ রিঙ্কু-অভিষেকেরও

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। জিম্বাবোয়েতে চলমান...
PUJA 11 July 2024 10:59 AM IST

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। জিম্বাবোয়েতে চলমান সিরিজে ভাল পারফরম্যান্সের পরে রুতুরাজ গায়কোয়াডের র‍্যাঙ্কিংও উন্নতি হয়েছে। ৮২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার। ৮৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ইংল্যান্ডের ফিল সল্ট ৭৯৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন, তারপরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৭৫৫), মোহাম্মদ রিজওয়ান (৭৪৬) ও জস বাটলার (৭১৬)। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের বিপক্ষে ভারতের ১০০ রানের সহজ জয়ে ৪৭ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলা গায়কোয়াড ১৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন।

ঋতুরাজ গায়কোয়াড ছাড়াও রিঙ্কু সিং এবং অভিষেক শর্মার র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রিজার্ভ খেলোয়াড়দের মধ্যে থাকা রিঙ্কু চার ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২২ বলে অপরাজিত ৪৮ রান করেন তিনি। প্রথম ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মাত্র ৪৭ বলে ১০০ রান করেন অলরাউন্ডার অভিষেক। এই ইনিংসের সৌজন্যে তিনি ৭৫তম স্থান নিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেন। জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট ২৫ ধাপ এগিয়ে ৯৬তম স্থানে উঠে এসেছেন। ভারতের বিপক্ষে দুই ম্যাচে ১৫ বলে ২২ ও ৯ বলে ২৬ রান করেন তিনি।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় বোলার অক্ষর প্যাটেল রয়েছেন নবম স্থানে। তার পয়েন্ট ৬৪৪। ভারতের আরেক বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও তিন ধাপ নেমে ১১ নম্বরে নেমে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় জসপ্রীত বুমরাহও দুই ধাপ নেমে ১৪তম স্থানে নেমে গেছেন। জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নেওয়া ভারতের রবি বিষ্ণোই আট ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও আট ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠে এসেছে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় এক জায়গা হারিয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া। এখন তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথম ম্যাচে ২৭ রান করার পাশাপাশি দুই ম্যাচে তিন উইকেট নিয়ে সেরা ৫০-এ যোগ দিয়েছেন ভারতের ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডারদের তালিকায় ১২তম স্থানে রয়েছেন অক্ষর।

Show Full Article
Next Story