ক্ষত ভুলে সামনের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ, তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য শক্তিশালী দল‌ ঘোষণা স্টিমাচের

নতুন করে স্বপ্ন দেখালেও ভারতীয় ফুটবল দল এখনও তাদের আশা পূরণ করতে পারেনি। সাম্প্রতিক সময় এএফসি এশিয়ান কাপে ব্লু...
techgup 15 March 2024 2:16 PM IST

নতুন করে স্বপ্ন দেখালেও ভারতীয় ফুটবল দল এখনও তাদের আশা পূরণ করতে পারেনি। সাম্প্রতিক সময় এএফসি এশিয়ান কাপে ব্লু বিগ্রেডদের হতাশাজনক পারফরম্যান্স তাদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। তবে ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এখন নিজেদের প্রস্তুত করছে। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup Qualifier) এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ভারতীয় দল প্রকাশ করা হল।

২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের দ্বিতীয় পর্যায়ে ভারতীয় দল গ্ৰুপ 'এ'-তে কুয়েতকে হারালেও কাতারের বিপক্ষে ০-৩ গোলে হারের সম্মুখীন হয়। এরপর এই বছর এশিয়ান কাপে সুনীল ছেত্রীর নেতৃত্বে ব্লু ব্রিগেড পরপর অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়ার কাছে হেরে টুর্নামেন্টের বাইরে চলে যায়। তবে আবারও ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্বে দুরন্ত জয় তুলে নিয়ে ভারতীয় ফুটবল দল এখন দৃষ্টান্ত তৈরি করতে চাইছে।

এই টুর্নামেন্টের পরবর্তী দুটো ম্যাচে ভারত আফগানিস্তানের (India vs Afghanistan match) বিপক্ষে মাঠে নামবে। এই দলের বিপক্ষে দেশের বাইরের ম্যাচটি ২২ মার্চ এবং ঘরের মাটিতে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যেই ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচ (Igor Stimac) ২৫ সদস্যের শক্তিশালী দল প্রকাশ করল। আজই তারা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সৌদি আরবের আভায় রয়না হয়েছে। উল্লেখ্য এই মুহূর্তে ভারতের ফিফা র‍্যাঙ্কিং ১১৭ এবং আফগানিস্তানের ১৫৮।

আফগানিস্তানের বিপক্ষে বাছাই করা ভারতীয় ফুটবল দল:-

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নিখিল পূজারি, শুভাশিস বসু, আনোয়ার আলি, অমে রানাওয়াদে, জয় গুপ্তা।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্দেস, লিস্টন কোলাকো, মহেশ সিং নওরেম, সাহল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জেকসন সিং থাউনাওজাম, দীপক ট্যাংরি, লালেংমাওইয়া রাল্টে, ইমরান খান।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতে, মনভীর সিং, বিক্রম প্রতাপ সিং।

Show Full Article
Next Story