SL vs IND: বৃষ্টিভেজা ম্যাচেও সহজ জয় ভারতের, দ্বিতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুরলো সূর্য-গম্ভীর জুটি

ভারতীয় দলকে এই ম্যাচ অর্থাৎ এই সিরিজ জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৬২ রান। যা তাড়া করতে ভারতীয় দলের ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে পাঠানো হয়। কিন্তু হঠাৎ করেই এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

SUMAN 28 July 2024 11:40 PM IST

শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত করলো ভারতীয় দল। সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব এবং গৌতম গম্ভীরের কোচিংকালের সূচনাতেই শ্রীলঙ্কাকে দুই ম্যাচে দুটিতেই হারালো ভারত। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে সমস্যা আসলেও, শেষমেষ ৭ উইকেটে জিতে ২-০ তে সিরিজে এগিয়ে গেল ব্লু-ব্রিগেড।

আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা। যার মধ্যে কুশল প্যারেরার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫৩ রান এবং পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩২ রান করেন। এছাড়া কামিন্দু মেন্ডিস ২৩ বলে ২৬ রান করেন। অন্যদিকে ব্যাট হাতে ৩ উইকেট সংগ্রহ করেন রবি বিষ্ণোই।

ভারতীয় দলকে এই ম্যাচ অর্থাৎ এই সিরিজ জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৬২ রান। যা তাড়া করতে ভারতীয় দলের ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে পাঠানো হয়। কিন্তু হঠাৎ করেই এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি থেমে গেলেও ভেজা মাঠের কারণে ম্যাচের অনেকটা সময় নষ্ট হয়। অবশেষে ডাকওয়ার্থ লুইস সূত্রের বিচারে ৮ ওভারে ৭৮ রানের লক্ষ্য দেওয়া হয় ভারতের সামনে।

আর ওই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই মহিশ থিকশানার শিকার হন সঞ্জু স্যামসন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব যশস্বীর সাথে সাথ দিয়ে খেলার গতিটিকে পরিবর্তন করে দেন। মাত্র ১২ বলে ২৬ রান করে মথিশা পথিরানার শিকার হন সূর্যকুমার যাদব। তবে যশস্বী নিজের উইকেট ধরে রেখেছিলেন। এখান থেকে বাকি কাজটি করেন হার্দিক পান্ডিয়া। কিছুক্ষণ পর যশস্বী জয়সওয়ালও জয়ের দৌড়গোড়ায় এসে ১৫ বলে ৩০ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হলেও, হার্দিক পান্ডিয়া মাত্র ৯ বলে ২২ রান করে ৯ বল বাকি থাকতেই ভারতকে ৭ উইকেটে জয় এনে দেন।

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের স্কোরকার্ড:

শ্রীলঙ্কা: ১৬১/৯ (২০ ওভার)

ভারত: ৮১/৩ (৬.৩ ওভার) ডিএলএস

ভারত ম্যাচটি ৭ উইকেটে জয়লাভ করেছে।

Show Full Article
Next Story