Indian Cricket Team: ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০ টি-২০, ৬ ওয়ানডে, প্রকাশ হল ভারতের সম্পূর্ণ সময়সূচী

ভারতীয় দল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সফল একটি দল। ফলে ব্লু ব্রিগেডরা আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলির সঙ্গে সঙ্গে...
PUJA 21 Jun 2024 10:48 PM IST

ভারতীয় দল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সফল একটি দল। ফলে ব্লু ব্রিগেডরা আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলির সঙ্গে সঙ্গে অসংখ্য দ্বিপাক্ষিক সিরিজগুলিতেও অংশগ্রহণ করে থাকে। উল্লেখ্য ২০২৫ সালের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি‌ (Champions Trophy 2025) অনুষ্ঠিত হবে। ফলে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একাধিক দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক ভারতীয় দলের আগামী এক বছরের সম্পূর্ণ ক্রীড়াসূচি।

ভারতীয় দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) রোহিত শর্মার নেতৃত্বে দুরন্ত লড়াই করছে। তবে এই টুর্নামেন্টের পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে বিসিসিআই এখন থেকেই একদিনের এবং টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে আরও শক্তিশালী করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। এই মাসের শেষের দিকেই ভারতীয় দলে নতুন প্রধান কোচ নিয়োগ করা হবে। ফলে ব্লু ব্রিগেডে একাধিক পরিবর্তন আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল মোট ২০ টি টি-টোয়েন্টি, ১০ টি টেস্ট এবং ৬ টি একদিনের ম্যাচ খেলবে‌।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের আসন্ন সমস্ত সিরিজের ক্রীড়াসূচি (Schedule of all upcoming series of India before Champions Trophy 2025)

ভারতের জিম্বাবুয়ে সফর:

৬ জুলাই: ভারত বনাম জিম্বাবুয়ে- প্রথম টি-টোয়েন্টি- হারারে (রাত ৮:০০)

৭ জুলাই: ভারত বনাম জিম্বাবুয়ে- দ্বিতীয় টি-টোয়েন্টি- হারারে (রাত ৮:০০)

১০ জুলাই: ভারত বনাম জিম্বাবুয়ে- তৃতীয় টি-টোয়েন্টি- হারারে (রাত ৮:০০)

১৩ জুলাই: ভারত বনাম জিম্বাবুয়ে- চতুর্থ টি-টোয়েন্টি- হারারে (রাত ৮:০০)

১৪ জুলাই: ভারত বনাম জিম্বাবুয়ে- পঞ্চম টি-টোয়েন্টি- হারারে (রাত ৮:০০)

ভারতের শ্রীলঙ্কা সফর:

জুলাই/ আগস্ট: ৩ ম্যাচের একদিনের সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশের ভারত সফর:

১৯-২৩ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ- প্রথম টেস্ট- চেন্নাই (সকাল ৯:৩০)

২৭-৩১ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ- দ্বিতীয় টেস্ট- কানপুর (সকাল ৯:৩০)

৬ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ - প্রথম টি-টোয়েন্টি- ধর্মশালা (সন্ধ্যা ৭:০০)

৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ - দ্বিতীয় টি-টোয়েন্টি - দিল্লি (সন্ধ্যা ৭:০০)

১২ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ - তৃতীয় টি-টোয়েন্টি - হায়দ্রাবাদ (সন্ধ্যা ৭:০০)

নিউজিল্যান্ডের ভারত সফর:

১৬-২০ অক্টোবর : ভারত বনাম নিউজিল্যান্ড- প্রথম টেস্ট- বেঙ্গালুরু (সকাল ৯:৩০)

২৪-২৮ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড- দ্বিতীয় টেস্ট - পুনে (সকাল ৯:৩০)

১-৫ নভেম্বর: ভারত বনাম নিউজিল্যান্ড - তৃতীয় টেস্ট - মুম্বাই (সকাল ৯:৩০)

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর:

৮ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা- প্রথম টি-টোয়েন্টি- ডারবান (ভোর ৫:৩০)

১০ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা- দ্বিতীয় টি-টোয়েন্টি- গকেবেরহা (ভোর ৫:৩০)

১৩ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা- তৃতীয় টি-টোয়েন্টি- সেঞ্চুরিয়ান (ভোর ৫:৩০)

১৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা- চতুর্থ টি-টোয়েন্টি- জোহানেসবার্গ (ভোর ৫:৩০)

ভারতের অস্ট্রেলিয়া সফর:

২২-২৬ নভেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া- প্রথম টেস্ট- পার্থ (সকাল ৭:৩০)

৬-১০ ডিসেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া- দ্বিতীয় টেস্ট- অ্যাডিলেড (সকাল ৮:৩০)

১৪-১৮ ডিসেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া- তৃতীয় টেস্ট- গাব্বা (ভোর ৫:৩০)

২৬-৩০ ডিসেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া- চতুর্থ টেস্ট- মেলবোর্ন (ভোর ৪:৩০)

৩-৭ জানুয়ারি: ভারত বনাম অস্ট্রেলিয়া- পঞ্চম টেস্ট-‌সিডনি (ভোর ৪:৩০)

ইংল্যান্ডের ভারত সফর:

২২ জানুয়ারী: ভারত বনাম ইংল্যান্ড- প্রথম টি-টোয়েন্টি- চেন্নাই (সন্ধ্যা ৭:০০)

২৫ জানুয়ারী: ভারত বনাম ইংল্যান্ড- দ্বিতীয় টি-টোয়েন্টি - কলকাতা (সন্ধ্যা ৭:০০)

২৮ জানুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড- - তৃতীয় টি-টোয়েন্টি - রাজকোট (সন্ধ্যা ৭:০০)

৩১ জানুয়ারী: ভারত বনাম ইংল্যান্ড- - চতুর্থ টি-টোয়েন্টি - পুনে (সন্ধ্যা ৭:০০)

২ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড- - পঞ্চম টি-টোয়েন্টি - মুম্বাই (সন্ধ্যা ৭:০০)

৬ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড- - প্রথম ওডিআই - নাগপুর (দুপুর ১:৩০)

৯ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড- - দ্বিতীয় ওডিআই - কটক (দুপুর ১:৩০)

১২ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড- - তৃতীয় ওডিআই - আহমেদাবাদ (দুপুর ১:৩০)

Show Full Article
Next Story