India vs England Semifinal: কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, ম্যাচ শুরুর আগেই দোটানায় ভারত, ইংল্যান্ড দুই দলই

আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024) এর দ্বিতীয় সেমিফাইনালে (Second Semifinal) মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড (India vs England)। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৮ টায় ওয়েস্ট ইন্ডিজের গুয়ানাতে (Guyana, West Indies)। ম্যাচটিকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা শিখরে। কারণ, ভারতীয় দল আবারও একবার জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালে পৌঁছানোয় নতুন করে স্বপ্ন দেখছে ভারতীয় দল। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছেও সেই সুযোগ রয়েছে, ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার।

আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি যে কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সম্প্রতি ক্রিকেটপ্রেমীদের জন্য এই ম্যাচ নিয়ে খুব দুঃখের খবর উঠে আসছে। গুয়ানাতে বিগত কিছুদিন ধরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ম্যাচের কিছুঘন্টা আগেও আবহাওয়ার পরিস্থিতি একেবারেই ঠিকঠাক হয়ে গেলেও৷ ম্যাচ শুরুর ঠিক ২ ঘন্টা মতো আগে ফের নেমেছে মুসলধারে বৃষ্টি। বিষয়টি খুব চিন্তার সৃষ্টি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

যদিও প্রথম সেমিফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হলেও, রাখা হয়নি দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে। সেক্ষেত্রে বৃষ্টি হলে এই ম্যাচের জন্য অপেক্ষার সময়ের বৃদ্ধি করা হয়েছে। যদি এই ম্যাচ চলাকালীণ বৃষ্টি হয়, তাহলে ৭ ঘন্টার অধিক সময় ধরে আবহাওয়ার পরিস্থিতি দেখে পরিত্যক্ত করা হবে। অথচ, যদি বৃষ্টির কারণবশত ম্যাচটি পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে গ্রুপ ১ এর পয়েন্ট তালিকার প্রথমে থাকায় সেমিফাইনাল না খেলেই সরাসরি ফাইনালের যোগ্যতাঅর্জনের সুবিধা পাবে ভারত।

ম্যাচটি যদি পুরোপুরি খেলা নাও হয়, তাহলেও দুটি ১০ ওভার খেলার পরেই ম্যাচের ফলাফল গন্য করা হবে, এই নিয়মের কথা আগেই জানিয়েছে আইসিসি। যাই হোক, ম্যাচ শুরুর ২ ঘন্টা মতো আগে ঝড়বৃষ্টি দেখা গেলেও, সম্প্রতি দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পোস্ট করা ভিডিওতে দেখা গেছে আকাশ একেবারেই পরিস্কার, সেখানে সূর্যের আলো দেখতে পাওয়া গেছে, রয়েছে পেঁজা তুলোর মতো মেঘ। এছাড়া পিচের উপর থেকে কভার সরানো হয়েছে। অন্যদিকে মাঠে জমা জলগুলি খুব দ্রুত সরিয়ে ফেলার কাজ চলছে। যদি আর বৃষ্টি না নামে, তাহলে সঠিক সময়েই শুরু হবে ম্যাচটি।

Suman Patra

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago