Paris Olympics 2024 Hockey: আজ অলিম্পিকে সেমিফাইনালের মহাযুদ্ধে নামবে ভারত, কখন খেলা, লাইভ কোথায় দেখবেন? জানুন
চলমান অলিম্পিকে ভারতীয় হকি দল এখন দুরন্ত ফর্মে আছে। তারা কোয়ার্টার ফাইনালে গ্ৰেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয়। গোলকিপার শ্রীজেশ ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন।
এই বছর প্যারিস অলিম্পিকে এখনও পর্যন্ত ভারত মাত্র ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে। ফলে এখন এই টুর্নামেন্ট থেকে ব্লু ব্রিগেডরা কখন রুপো এবং সোনার পদক এনে দেবেন সেই দিকে দেশবাসীরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন। আজ ভারতীয় হকি দল প্যারিস অলিম্পিকের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামতে চলেছে। ফলে জানুন এই ম্যাচটি কোথায়, কখন সরাসরি সম্প্রচারিত করা হবে।
গত বছর ভারতের মাটিতে হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জার্মানি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। তবে হতাশাজনকভাবে ব্লু ব্রিগেডরা বিশ্বকাপে নবম স্থানে শেষ করে। তবে চলমান অলিম্পিকে ভারতীয় হকি দল এখন দুরন্ত ফর্মে আছে। তারা কোয়ার্টার ফাইনালে গ্ৰেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয়। গোলকিপার শ্রীজেশ ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন। আজ অর্থাৎ ৬ আগস্ট প্যারিস অলিম্পিকের গুরুত্বপূর্ণ দিনে ভারতীয় দল সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ জার্মানির বিপক্ষে মাঠে নামবে।
তবে এই ম্যাচে ব্লু ব্রিগেডের অন্যতম তারকা ডিফেন্ডার অমিত রোহিদাসকে দল পাবে না। কোয়ার্টার ফাইনালে লাল কার্ড পাওয়ায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সোমবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে হকি ইন্ডিয়ার করা আপীল খারিজ হয়ে যায়। অন্যদিকে আজ প্যারিস অলিম্পিকের ১১ তম দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো-এর গ্ৰুপ পর্বে টোকিও অলিম্পিকের সোনা জয়ী তারকা নীরাজ চোপড়া যাত্রা শুরু করতে চলেছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো-এর এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর ৩:২০ থেকে শুরু হবে।
ভারত বনাম জার্মানির হকির সেমিফাইনাল ম্যাচটি আজ কোথায়, কখন অনুষ্ঠিত হবে?
আজ অর্থাৎ ৬ আগস্ট প্যারিস অলিম্পিকের ১১তম দিনে ভারত বনাম জার্মানির হকির সেমিফাইনাল ম্যাচটি ইয়েভেস-ডু-মনোইর স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১০:৩০ থেকে শুরু হবে।
ভারত বনাম জার্মানির হকির সেমিফাইনাল ম্যাচটি কোথায় সরাসরি সম্প্রচারিত করা হবে?
আজ প্যারিস অলিম্পিকে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম জার্মানির হকি সেমিফাইনাল ম্যাচটি ভারতের স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। এছাড়াও এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনলাইনে জিও সিনেমাতে সরাসরি দেখতে পাওয়া যাবে।
চলমান অলিম্পিকে ভারতীয় হকি দল এখন দুরন্ত ফর্মে আছে। তারা কোয়ার্টার ফাইনালে গ্ৰেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয়। গোলকিপার শ্রীজেশ ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন।