IND vs IRE: রোহিতের সাথে ওপেনে কে, কেমন হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশ? পিচ কেমন থাকবে?

ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024)। এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলতে দেখা...
SUMAN 5 Jun 2024 11:20 AM IST

ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024)। এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলতে দেখা যায়নি ভারতীয় দলকে (Team India)। তবে ৫ জুন তথা আগামীকাল নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (India vs Ireland) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে ভারতীয় দলকে। উভয় দলকেই আগামীকাল তাদের প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে। ম্যাচ শুরুর সময় ভারতীয় ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৮ টায়।

আবহাওয়া রিপোর্ট (Weather Forecast):

বুধবার নিউইয়র্কে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচটি ভক্তরা খুবই আনন্দের সাথে উপভোগ করতে পারবে বলে মনে করা হচ্ছে। যদিও ম্যাচ চলাকালীণ আকাশে মেঘ থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বিনাবাঁধায় সম্পূর্ণ ম্যাচ খেলা হবে। এছাড়া ১৫-২০ কিমি বেগে বাতাস বইবে বলে জানানো হয়েছে।

তবে ভারতীয় দলের কিছুটা চিন্তা থাকতে পারে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে। কারণ এই পিচে খেলা হয়েছিল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, যেখানে ৭৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এছাড়া দক্ষিণ আফ্রিকা ৭৮ রান তাড়া করতে নেমে হিমশিম খায়। আবার এই পিচেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলে পিচ এবং আউটফিল্ডের সঙ্গে পরিচিত হওয়ার ভালো সুযোগ রয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে। এছাড়া মনে করা হচ্ছে, ভারতীয় দল তিন স্পিনারের কথা ভাবছে তাদের একাদশে। যদিও তাদের কাছে তিনজন বিশ্বমানের পেসারও রয়েছে।

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ (Probable XI Of Team India):

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

Show Full Article
Next Story