India vs USA Pitch Report: উইকেটে হতে পারে বদল, ভারত বনাম আমেরিকা ম্যাচ কেমন হতে চলেছে নাসাউ স্টেডিয়ামের পিচ? জানুন

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল আরও একটি বিশ্বকাপে দারুণ শুরু করেছে। তাদের সামনে এখন...
SUMAN 11 Jun 2024 6:52 PM IST

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল আরও একটি বিশ্বকাপে দারুণ শুরু করেছে। তাদের সামনে এখন বিপক্ষদের পা কাঁপছে। ভারত ইতিমধ্যেই আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে দু পয়েন্ট সংগ্রহ করেছে। ১২ জুন অর্থাৎ আগামীকাল সহ-আয়োজক আমেরিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। অন্যদিকে আমেরিকাও দুরন্ত ফর্মে চলছে। কানাডা ও পাকিস্তানকেও হারানোর পর আসছে তারা। আমেরিকার আত্মবিশ্বাসও থাকবে এই সময় সপ্তম আকাশে। এমন পরিস্থিতিতে দুই দলের মধ্যে টানটান ম্যাচ দেখা যেতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভারত-আমেরিকা ম্যাচে পিচ কেমন হতে চলেছে।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Nassau Cricket Stadium) হবে ভারত-আমেরিকা (India vs USA) ম্যাচ। এখনও পর্যন্ত এই মাঠের পিচ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এখানকার পিচ বোলারদের পক্ষে। নিউইয়র্কে ব্যাটসম্যানদের পক্ষে রান করা শুধু কঠিনই নয়, অসম্ভব। সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচও হয়েছিল এই মাঠে।

এই ম্যাচে ভারত মাত্র ১১৯ রান তুলেছিল এবং তা রক্ষাও করেছিল। এ থেকে অনুমান করা যায় এই পিচ ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন। এই পিচে এখন পর্যন্ত মাত্র ১৩৭ রান সর্বোচ্চ হয়েছে। আমেরিকা ও ভারতের মধ্যে লো স্কোরিং ম্যাচও দেখা যেতে পারে। এখনও পর্যন্ত এই মাঠে মোট ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল ৩টি জিতেছে এবং দ্বিতীয় ব্যাটিং করা দল ৩টি ম্যাচ জিতেছে। প্রথম ইনিংসের গড় স্কোর নাসাউতে ১০৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান।

Show Full Article
Next Story