Paris Olympics 2024: অলিম্পিকের ১৫তম দিনে দুটি খেলায় অংশ নেবে ভারত, দেখুন ১০ আগস্ট ভারতীয় দলের সময়সূচি
আর মাত্র কয়েকদিন পরেই শেষ হতে চলেছে প্যারিস অলিম্পিক ২০২৪। ১১ আগস্ট প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান হবে, যেখানে...আর মাত্র কয়েকদিন পরেই শেষ হতে চলেছে প্যারিস অলিম্পিক ২০২৪। ১১ আগস্ট প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান হবে, যেখানে ভারতের পতাকাবাহী আরপি শ্রীজেশ এবং মনু ভাকের উপস্থিত থাকবেন। এই অলিম্পিকে এখনও পর্যন্ত ৫টি পদক জিতেছে ভারত। এবার অলিম্পিকে সোনা জিততে পারেনি ভারত। ভারতের তারকা জ্যাভলিন থ্রো নীরজ চোপড়া এবারও সোনা জয়ের প্রত্যাশা করেছিলেন, তবে তা সফল হয়নি।
রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। নীরজ চোপড়া ছাড়াও ৫০ কেজি বিভাগে কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন বর্ষীয়ান কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি ভারতকে পদক নিশ্চিত করেছিলেন। কিন্তু শেষ দিনে তার ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। যার জেরে একটিও পদক পাননি তিনি। তবে এখন ১০ আগস্ট অর্থাৎ শনিবার ভারতীয় খেলোয়াড়দের গলফ ও কুস্তিতে অংশ নিতে দেখা যাবে। একনজরে দেখে নেওয়া যাক শনিবার প্যারিস অলিম্পিকের ১৫তম দিনে ভারতের সূচি।
গল্ফ:
মহিলাদের ব্যক্তিগত ফাইনাল: অদিতি অশোক ও দীক্ষা ডাগর - দুপুর ১২.৩০।
কুস্তি:
মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি প্রি-কোয়ার্টার ফাইনাল: রিতিকা হুডা বনাম বার্নাডেট নাগি (হাঙ্গেরি)
প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে, পাঁচবারের গ্র্যামি বিজয়ী এবং 'হার' নামে পরিচিত গ্যাব্রিয়েলা সারমিয়েন্তো উইলসন ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য হস্তান্তরের অংশ হিসাবে স্তাদ ডি ফ্রান্সে মার্কিন জাতীয় সংগীত গাইবেন। তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন অস্কার, এমি ও গ্র্যামি পুরস্কার। ক্যালিফোর্নিয়ার ২৭ বছর বয়সী এই গায়ক ২০২১ সালে 'সং অব দ্য ইয়ার'-এর জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। ১৯৮৪ ও ১৯৩২ সালের পর ২০২৮ সালে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করবে লস অ্যাঞ্জেলেস। শহরটি প্রথমবারের মতো প্যারালিম্পিকেরও আয়োজন করবে।