Women’s Asia Cup: ছেলেদের পর পাকিস্তানকে ধূলিসাৎ করলো ভারতের নারীরাও, ৭ উইকেটের বড় জয়ে যাত্রা শুরু ভারতের

প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। জবাবে ১৪.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

India Women Beat Pakistan Women By 7 Wickets And Won First Match Of Asia Cup 2024

মহিলা এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ডাম্বুলায় খেলা এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। জবাবে ১৪.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ফলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল টিম ইন্ডিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার হয়ে স্মৃতি মান্ধানা ৪৫ ও শেফালি ভার্মা ৪০ রান করেন।

মহিলা এশিয়া কাপ ২০২৪ এর দ্বিতীয় ম্যাচেই দুনিয়ার সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ রাখা হয়েছিল। যেখানে আমনে সামনে হয় ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। টসে জিতে প্রথম ব্যাট নিলে প্রথম থেকেই চাপে দেখায় পাকিস্তান দল।‌ তবুও ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান বোর্ডে তুলেছিল তারা।

তবে এরপরই শুরু হয় অবনতি। পরের ১৪ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ১০৮ রানে শেষ করে পাকিস্তান। ১০৯ রানের লক্ষ্য ভারতীয় শক্তিশালী ব্যাটিংয়ের কাছে অত্যন্ত তুচ্ছ একটি টার্গেট ছিল। আর সেরকমই সূচনা করে শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধনার। প্রথম উইকেটে দুজনে ৮৫ রানের পার্টনারশিপ করেন। এরপর গোছায় ভারত উইকেট হারালেও অনায়াসে লক্ষ্যে পৌছে যায় তারা। ১৫ তম ওভারে জয় তুলে নিয়ে বড় জয় নিয়ে এশিয়া কাপ‌ শুরু করে ভারতের মেয়েরা।