Indian Football: আসন্ন মরসুমে দুই বড় টুর্নামেন্টে অংশ নেবেনা ভারত, পরিবর্তে নতুন কোচের তত্ত্বাবধানে এই পন্থা নেবে ব্লু-টাইগাররা
আর হয়তো কয়েকদিনের মধ্যেই নতুন প্রধান কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ফুটবল দল। ইতিমধ্যে কোচিং পদের জন্য আবেদনের কাজও শুরু...আর হয়তো কয়েকদিনের মধ্যেই নতুন প্রধান কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ফুটবল দল। ইতিমধ্যে কোচিং পদের জন্য আবেদনের কাজও শুরু করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। যাই হোক, ইগর স্টিমাচের পর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব কারোর মাথাতে উঠতে না উঠতেই এক দুঃখের খবর উঠে এল ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য।
চলতি বছরে একটি নয়, দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না ভারতীয় দল। গত মরশুমে থাইল্যান্ডে অনুষ্ঠিত কিংস কাপে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল অংশগ্রহণ করলেও, এই মরশুমে তাদেরকে অংশগ্রহণ করতে দেখা যাবে না। গত মরশুমে কিংস কাপে ইরাক, থাইল্যান্ড এবং লেবাননের বিরুদ্ধে খেলেছিল ভারতীয় ফুটবল দল। তবে এবারের ৫০ তম আসরে অংশগ্রহণ করবে না ভারতীয় ফুটবল দল।
এছাড়াও চলতি বছরের শেষের দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে মেরডেকা কাপ। এটি হবে মেরডেকা কাপের ৪৩ তম আসর। তবে গত মরশুমের ফিলিস্তিনের পর এবার ভারতীয় দলও সরে আসতে চলেছে ওই টুর্নামেন্ট থেকে। গত মরশুমে ভারতীয় ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ থাকলেও, এবারে তাদেরকে ওই টুর্নামেন্টে দেখা যাবে না। এই টুর্নামেন্ট গুলির অংশ না হলেও ভারতীয় ফুটবল দল অন্তঃমহাদেশীয় তথা ইন্টারকন্টিনেন্টাল কাপে এবং ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর কোয়ালিফায়ারের দ্বিতীয় পর্ব থেকে ভারতকে ফিরে যেতে হলেও, এবার ভারতের লক্ষ্য ২০৩০ এর ফুটবল বিশ্বকাপ। আর ওই কারণেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। চলতি বছরে বেশ কিছু দেশকে আহ্বান জানিয়ে তাদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে ভারত।