Paris Olympics 2024 Day 5 Schedule: পঞ্চম দিনে কোন কোন খেলায় অংশ নেবে‌ ভারত? দেখুন ৩১ জুলাই ভারতের সম্পূর্ণ সময়সূচী

মঙ্গলবার প্যারিস অলিম্পিকে তার দ্বিতীয় পদক জিতেছেন, পুরো ভারতকে উল্লাস করার সুযোগ দিয়েছেন এই তরুণী। ২৫ মিটার মিক্সড পিস্তল ইভেন্টে তিনি সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ভারতকে দ্বিতীয় ব্রোঞ্জ পদক এনে দেন।

PUJA 31 July 2024 2:56 PM IST

তরুণ শ্যুটার মনু ভাকের তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন এবং মঙ্গলবার প্যারিস অলিম্পিকে তার দ্বিতীয় পদক জিতেছেন, পুরো ভারতকে উল্লাস করার সুযোগ দিয়েছেন এই তরুণী। ২৫ মিটার মিক্সড পিস্তল ইভেন্টে তিনি সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ভারতকে দ্বিতীয় ব্রোঞ্জ পদক এনে দেন। ভারতীয় হকি দলও তাদের অপরাজিত ধারা অব্যাহত রেখেছে। এখন গেমসের পঞ্চম দিনে ভারতীয় অ্যাথলিটও একই রকম পারফর্ম করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৩১ জুলাই প্যারিস অলিম্পিকে ভারতের সময়সূচি এমন হতে চলেছে….

তিরন্দাজি
৫০ মিটার রাইফেল ৩ পজিশনে পুরুষদের যোগ্যতা: ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ও স্বপ্নিল কুসলে - দুপুর ১২:৩০
ট্র্যাপ উইমেন্স কোয়ালিফিকেশন: শ্রেয়সী সিং ও রাজেশ্বরী কুমারী - দুপুর ১২:৩০

ব্যাডমিন্টন
মহিলাদের একক (গ্রুপ পর্ব): পিভি সিন্ধু বনাম ক্রিস্টিন কুবা (এস্তোনিয়া) - ভারতীয় সময় দুপুর ১২:৫০
পুরুষ একক (গ্রুপ পর্ব): লক্ষ্য সেন বনাম জোনাতান ক্রিস্টি (ইন্দোনেশিয়া) - দুপুর ১:৪০
পুরুষদের একক (গ্রুপ পর্ব): এইচএস প্রণয় বনাম দুক ফাট লে (ভিয়েতনাম)

https://twitter.com/TheKhelIndia/status/1818337480770511166

Show Full Article
Next Story