IPL 2024: প্রকাশিত হলো টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচী, চেন্নাইয়ের সাথে একবার,‌ RCB-এর বিরুদ্ধে দুবার খেলবে KKR

প্রতি বছর আইপিএলকে (IPL 2024 Schedule) নিয়ে বিসিসিআই দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই বছর ভারতে...
techgup 25 March 2024 6:09 PM IST

প্রতি বছর আইপিএলকে (IPL 2024 Schedule) নিয়ে বিসিসিআই দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকে। তবে এই বছর ভারতে লোকসভা নির্বাচন থাকায় প্রথম থেকেই তারা এই টুর্নামেন্টের সময়সূচি তৈরি করার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছিল। তাই প্রথমে দেওয়া ২০২৪ আইপিএলের প্রথম অংশের সময়সূচি সামনে আসে। এবার লোকসভার কর্মসূচি সামনে আসার পর বিসিসিআই আইপিএলের দ্বিতীয় অংশের সময়সূচিও প্রকাশ করে দিল।

ইতিমধ্যেই আইপিএলের প্রথমার্ধের সময়সূচি অনুযায়ী দলগুলি টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করে দিয়েছে। এই সূচি অনুযায়ী প্রথম ২১ টি ম্যাচের তথ্য প্রকাশ করা হয়। এবার বিসিসিআই টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের সম্পূর্ণ ক্রীড়াসূচি সামনে আনল। উল্লেখযোগ্যভাবে ২১ মে এই বছর আইপিএলের প্রথম কোয়ালিফায়ারটি গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ২২ মে এলিমিনেটর ম্যাচটিও এই স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এছাড়াও টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারটি ২৪ মে এবং ফাইনাল ম্যাচটি ২৬ মে চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সাথে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারে একবারই মুখোমুখি হবে ৮ এপ্রিল চিপকে।

আইপিএলের দ্বিতীয়ার্ধের সম্পূর্ণ সময়সূচী (IPL 2024 2nd Half Shedule)

https://twitter.com/CricCrazyJohns/status/1772232200085463065

Show Full Article
Next Story