IPL 2024 Playoffs Schedule: শেষ গ্রুপ স্টেজের খেলা, দেখে নিন প্লেঅফসের ম্যাচ টাইমিং ও ভেন্যু
বৃষ্টির কারণে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে আইপিএল ২০২৪-এর...বৃষ্টির কারণে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে আইপিএল ২০২৪-এর (IPL 2024) শেষ লিগ ম্যাচ টসের পর বাতিল হয়ে যায়। ভেজা আউটফিল্ডের কারণে সাত ওভার করার সিদ্ধান্ত নেওয়ার পরপরই বৃষ্টি এসে ম্যাচ বাতিল করতে হয়। দুই ম্যাচ বাতিল হওয়ার পর ৯ জয়ে ২০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করল কেকেআর।
বিকেলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ৪ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৭ পয়েন্ট সংগ্রহ করে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসও ১৭ পয়েন্ট সংগ্রহ করে। কিন্তু ০.৪১৪ রান রেটের কারণে রাজস্থান রয়্যালসের (০.২৭৩) চেয়ে দ্বিতীয় স্থানে শেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bengaluru)। অন্য তিন দলেরও ১৪ পয়েন্ট থাকলেও আরসিবির নেট রান রেট ছিল সেরা।
জয় হার ফলাফল পয়েন্ট NRR
কলকাতা নাইট রাইডার্স (কিউ) ১৪ ৯ ৩ ২ ২০ +১.৪২৮
সানরাইজার্স হায়দরাবাদ (কিঃ) ১৪ ৮ ৫ ১ ১৭ +০.৪১৪
রাজস্থান রয়্যালস (কিউ) ১৪ ৮ ৫ ১ ১৭ +০.২৭৩
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (কিউ) ১৪ ৭ ৭ ০ ১৪ +০.৪৫৯
কোয়ালিফায়ার-১ (কিউ ১) কেকেআর বনাম হায়দ্রাবাদ ২১ মে, আহমেদাবাদ সন্ধ্যা ৭.৩০
এলিনেটর - আরসিবি বনাম রাজস্থান, ২২ মে আহমেদাবাদ সন্ধ্যা ৭.৩০
কোয়ালিফায়ার-২ (Q2) কিউ ১ পরাজিত বনাম এলিমিনেটর বিজয়ী, ২৪ মে চেন্নাই সন্ধ্যা ৭.৩০
ফাইনাল কিউ ১ বিজয়ী বনাম কিউ ২ বিজয়ী, ২৫ মে চেন্নাই সন্ধ্যা ৭.৩০