IPL Owners Meeting: ছয়দল বিরুদ্ধে মেগা নিলামের, অন্যদিকে ৪টি পিছিয়ে থাকা দল নিলামসহ চাইছে কম রিটেনশন
টুর্নামেন্টে বৈচিত্র আনার জন্য বিসিসিআই মেগা নিলামের নিয়ম চালু করে। এই নিয়মের ফলে দলগুলি থেকে বেশিরভাগ তারকা ক্রিকেটার অন্য দলে স্থানান্তরিত হওয়ায় টুর্নামেন্টে কয়েকটি দলের ধারাবাহিকভাবে আধিপত্য কমে যায়।
আধুনিক ক্রিকেটের অগ্রগতির সাথে সাথে আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি লিগের দিকেও বিশ্ব ক্রিকেট এখন তাকিয়ে আছে। ফলে বিসিসিআই এবং দলগুলির কর্মকর্তারা এই টুর্নামেন্টকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। এবার গতকাল গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই মেগা নিলাম নিয়ে দলগুলির ভাবনাচিন্তার বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।
টুর্নামেন্টে বৈচিত্র আনার জন্য বিসিসিআই মেগা নিলামের নিয়ম চালু করে। এই নিয়মের ফলে দলগুলি থেকে বেশিরভাগ তারকা ক্রিকেটার অন্য দলে স্থানান্তরিত হওয়ায় টুর্নামেন্টে কয়েকটি দলের ধারাবাহিকভাবে আধিপত্য কমে যায়। এর ফলে আইপিএলের এর মতো টুর্নামেন্ট আরও ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু একটি ফ্রাঞ্চাইজি দল তাদের নির্দিষ্ট কিছু তারকার ওপর ভিত্তি করে ভক্তদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে। এছাড়াও তারা তরুণ ক্রিকেটারদের দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একজন দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তোলে।
ফলে অনেক দলেই এই ক্রিকেটারদের মেগা নিলামের মাধ্যমে হারাতে চায় না। ফলে ২০২৫ মেগা নিলামের আগে আইপিএলের দলগুলি কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে সেই বিষয়ে গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়াম কমপ্লেক্সে বোর্ডের সদর দফতরে আইপিএল মালিকদের সাথে বিসিসিআইয়ের বহু প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ফ্রাঞ্চাইজি দলগুলি তাদের সিদ্ধান্তে দুটি বিভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স দলগুলি মেগা নিলামের পক্ষে ছিল না।
তারা বিসিসিআইকে মেগা নিলামের পরিবর্তে ২০২৫ আইপিএলের আগে মিনি নিলামের পরামর্শ দেয়। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস ২০২৫ আইপিএল আগে মেগা নিলামের পক্ষেই রায় দিয়েছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন যে দলগুলি এখনও পর্যন্ত আইপিএল ট্রফি পাইনি তারা এই মেগা নিলামের মাধ্যমে দলে পরিবর্তন ঘটাতে চাইছে। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল এই গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে বলেন, "হ্যাঁ, আমি অবাক হয়েছিলাম। একটি বিতর্ক চলছিল। কয়েকজন বলছিলেন যে মেগা নিলাম হওয়া উচিত নয়। শুধুমাত্র মিনি নিলাম হওয়া উচিত। আমি তাদের দলে নেই। আমি মনে করি মেগা নিলাম টুর্নামেন্টে সাম্যতা নিয়ে আসে এবং এটাই সবার জন্যই ভালো।"
টুর্নামেন্টে বৈচিত্র আনার জন্য বিসিসিআই মেগা নিলামের নিয়ম চালু করে। এই নিয়মের ফলে দলগুলি থেকে বেশিরভাগ তারকা ক্রিকেটার অন্য দলে স্থানান্তরিত হওয়ায় টুর্নামেন্টে কয়েকটি দলের ধারাবাহিকভাবে আধিপত্য কমে যায়।