Ishan Kishan: ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ঈশান কিষান, প্রত্যাবর্তনেই পেতে পারেন এই দলের অধিনায়কত্ব

গত মরশুমে নির্বাচক ও বিসিসিআইয়ের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে খেলা হয়নি কিষাণের। তিনি কেবল আইপিএলে মনোনিবেশ করেছিলেন এবং বরোদার একটি একাডেমিতে প্রস্তুতি নিয়েছিলেন।

PUJA 5 Aug 2024 12:17 AM IST

ভারতীয় ক্রিকেট দলের বাইরে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান মাঠে ফেরার জন্য তৈরি হচ্ছেন। আসন্ন ঘরোয়া মরশুমে ঝাড়খণ্ডের হয়ে ফিরবেন ঈশান। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক-মরসুম সম্ভাব্য ২৫ জনের তালিকায় ঈশানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্রের খবর, আগামী মরশুমে ঝাড়খণ্ডের হয়ে খেলতে রাজি হয়েছেন ২৬ বছরের কিষাণ। শুধু তাই নয়, অধিনায়কত্বের দায়িত্বও পেতে পারেন তিনি। যদিও এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি, তবে এটা নিশ্চিত যে কিষাণ জেএসসিএ-কে জানিয়ে দিয়েছেন যে আগামী মরশুমে রাজ্য দলের জন্য উপলব্ধ থাকবে।

মনে করা হচ্ছে, জাতীয় নির্বাচকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন কিষাণ। তাকে বলা হয়েছিল, ক্যারিয়ারের স্বর্ণযুগে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে পারেন তিনি। ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ঈশান দুটি টেস্ট, ২৭টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে রেকর্ড ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি গত বছর ভারতের ৫০ ওভারের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি।

গত মরশুমে নির্বাচক ও বিসিসিআইয়ের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে খেলা হয়নি কিষাণের। তিনি কেবল আইপিএলে মনোনিবেশ করেছিলেন এবং বরোদার একটি একাডেমিতে প্রস্তুতি নিয়েছিলেন। ২০২৩ সালের নভেম্বরে শেষবার টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ঈশান। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের মাঝপথে দল ছেড়ে ভারতে ফিরে আসেন তিনি। আসলে টিম ম্যানেজমেন্ট তার জায়গায় কেএল রাহুলকে উইকেটকিপার হিসেবে সুযোগ দেওয়ায় ঈশান হতাশ। এরপর কেন্দ্রীয় চুক্তি থেকেও কিষাণকে বাদ দেয় বিসিসিআই।

৫ সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে দুলীপ ট্রফির প্রথম শ্রেণির লাল বলের টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া মরসুম শুরু হবে, তবে নির্বাচকরা চার দলের টুর্নামেন্টের জন্য বাঁহাতি ব্যাটসম্যানকে বেছে নিতে পারবেন না কারণ তিনি রাজ্যের হয়ে না খেলার জন্য আন্তর্জাতিক ম্যাচের জন্যও নির্বাচিত হননি। রাজ্যের হয়ে খেলা শুরু করলেই কামব্যাক করতে পারেন কিষাণ।

Show Full Article
Next Story