Sport

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। এভাবে আরও একবার বিশ্বের ক্রিকেটে ভারতীয় শাসন করবে। ২০২৪ সালের ১ ডিসেম্বর শাহ এই মর্যাদাপূর্ণ পদটি গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে তিনি হবেন আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। বর্তমানে তার বয়স ৩৫ বছর। জয় শাহ ২০১৯ সালের অক্টোবর থেকে বিসিসিআইয়ের সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তৃতীয় মেয়াদের জন্য প্রার্থিতা বাদ দিয়েছিলেন। তার সিদ্ধান্তের পর জয় শাহকে সভাপতি ভাবা হয়। তিনি বলেন, ”আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে এই ইনিংসের জন্য আমি সম্মানিত। ক্রিকেটকে আরও বৈশ্বিক করতে আইসিসি দল ও আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

“আমরা এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একাধিক ফরম্যাটের মধ্যে ভারসাম্য বজায় রাখা, বিশ্বব্যাপী ক্রিকেটের প্রচার করা এবং আন্তর্জাতিক বাজারে বড় সাফল্য অর্জন করা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং জনপ্রিয় করে তোলা” বলেন জয় শাহ।

তিনি আরো‌ যোগ করেন- “আমরা যে শিক্ষা পেয়েছি তা নিয়ে কাজ করব। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়াতে আমাদের নতুন চিন্তা ও নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে। এলএ ২০২৮ অলিম্পিকে আমাদের খেলাধুলার অন্তর্ভুক্তি ক্রিকেটের উন্নয়নের জন্য একটি টার্নিং পয়েন্ট। আমি আত্মবিশ্বাসী যে এটি খেলাটিকে অভূতপূর্ব উপায়ে এগিয়ে নিয়ে যাবে।”

উল্লেখ্য তার আগে জগমোহন ডালমিয়া (১৯৯৭ থেকে ২০০০) এবং শরদ পাওয়ার (২০১০-২০১২) সভাপতি এবং এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) এবং শশাঙ্ক মনোহর (২০১৫-২০২০) আইসিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এবার পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসিকে সামগ্রিকভাবে শাসন করবেন জয় শাহ।

Puja Mondal

Share
Published by
Puja Mondal

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

42 mins ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

2 hours ago

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে এল প্লেয়ারদের আকাল, AI-এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে দল, জানালেন চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমন একটি বিবৃতি দিয়েছেন যা বিশ্বক্রিকেটে হট্টগোল সৃষ্টি…

3 hours ago

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

4 hours ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

4 hours ago

Rishabh Pant: অর্থাভাবে ভুগছিল ইঞ্জিনিয়ারিং ছাত্র, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঋষভ পান্থ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ আসন্ন টেস্ট সিরিজগুলোতে ব্লু ব্রিগেডদের হয়ে পুরনো…

5 hours ago