T20 World Cup 2024: থাকেন বস্তিতে, খেলবেন এই বিশ্বকাপে, এক তরুণ ফাস্ট বোলারের অদম্য জেদের গল্প

উগান্ডার রাজধানী কাম্পালায় প্রায় ৬০ শতাংশ মানুষ বস্তিতে বাস করে এবং ফাস্ট বোলার জুমা মিয়াগি (Juma Miyagi) তাদের জন্য অনুপ্রেরণা। ফুটবলপ্রেমীরা তাদের কারণে এখানে আবেগের সাথে ক্রিকেট দেখেন এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) উগান্ডার ক্রিকেট দলের (Uganda Cricket Team) অভিষেক তাদের কাছে স্বপ্নের চেয়ে কম নয়। মিয়াগি কাম্পালার উপকণ্ঠে নাগুরু বস্তিতে বড় হয়েছেন।

দুই বছর উগান্ডার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার পর এখন ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সিনিয়র দলের বোলিংয়ের দায়িত্ব নেবেন তিনি। গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে উগান্ডা। এখন পর্যন্ত ২১ টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ উইকেট নেওয়া মিয়াগি বস্তিতে বড় হয়েছেন এবং এখনও পরিবারের সাথে সেখানেই থাকেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলোয়াড় সিমোন সেসাজি (Simon Ssesazi) এবং রিজার্ভ খেলোয়াড় ইনোসেন্ট এমভেবাজেও বস্তি থেকে উঠে এসেছেন। তাদের এলাকায় বিশুদ্ধ খাবার জয়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা ছিল না।

তার কষ্টের গল্প উগান্ডার ভারতীয় কোচ অভয় শর্মাকেও বিচলিত করেছিল, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন। এমন নয় যে শর্মা কখনও বস্তি দেখেনি। তবে কাম্পালার বস্তিগুলি মুম্বাইয়ের ধারাভির থেকে আলাদা। খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর পর তার প্রতি শর্মার শ্রদ্ধা বহুগুণ বেড়ে যায়। ত্রিনিদাদ থেকে পিটিআইকে তিনি বলেন, ”আমি ভাবিনি তারা এমন পরিস্থিতিতে বাস করে। তাদের কোচদের প্রতি তাদের অনেক শ্রদ্ধা রয়েছে এবং তারা মনে করে আমরা তাদের জীবন পরিবর্তন করতে পারি।”

৩ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে উগান্ডা। শর্মা আরও বলেন, কেনিয়ার সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে উগান্ডার ক্রিকেটে কিছু পরিবর্তন আনতে হবে। কারণ ২০১১ সালের পর থেকে কেনিয়া আর কোনো আইসিসি টুর্নামেন্ট খেলেনি। “এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো। কিছু জিনিস পরিবর্তন করতে হবে। আমাদের অবকাঠামোগত উন্নতি করতে হবে এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলা শুরু করতে হবে।” বলেন অভয় শর্মা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago