Categories: Sport

সুযোগ হয়নি আইপিএলে, এবার কাউন্টিতে প্রথম ম্যাচেই দ্বিশতরান প্রাক্তন নাইটের

আইপিএল ২০২৪ (IPL 2024) নিলামে কোনো দলে সুযোগ হয়নি ভারতীয় তারকা করুণ নায়ারের (Karun Nair)। তারপরেও থেমে নন করুণ নায়ার, ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ (County Championship 2024) খেলতে গিয়ে একের পর এক ইনিংস খেলে নজর কাড়ছেন তিনি। গতকালও ক্রিকেট বিশ্ব সাক্ষী থেকেছে এই ভারতীয় ব্যাটারের ব্যাট থেকে দুর্দান্ত ডবল সেঞ্চুরির। প্রায় সকলেরই মন জিতে নিয়েছে রবিবার করুণ নায়ারের ২০২ রানের এই ইনিংস।

কাউন্টি ক্রিকেটে নর্থ্যানম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে খেলেন করুণ নায়ার৷ আইপিএলে সুযোগ না হওয়ায় এইসময়ে তিনি চলে যান ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে। আর এই কাউন্টি খেলতে এসেই চার ইনিংসে তার সংগ্রহ যথাক্রমে ৫১, ৩, ৪১ এবং ২০২*। গতকাল গ্ল্যামারগনের বিরুদ্ধে খেলতে নেমে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন করুণ নায়ার। সেইসঙ্গে দলের স্কোরও ৬০৫ রানে পৌঁছে দেন তিনি।

গতকাল করুণ নায়ারের ২০২ রানের অপরাজিত ইনিংসে সামিল ছিল ২১ টি বাউন্ডারি এবং ২ টি ছক্কা। এছাড়া এই ইনিংস খেলতে তিনি ২৫৩ বল সময় নেন। করুণ নায়ারের এই ইনিংসের পাশাপাশি ১৮২ রানের ইনিংস খেলতে দেখা গেছে রিকার্ডো ভ্যাসকন্সেলোসকে। এছাড়া সাইফ জাইবের ব্যাট থেকে আসে ১০০ রান। তাদের ইনিংসের সহযোগিতায় ৬০০ রানের গন্ডি পাড় করে নর্থ্যানম্পটনশায়ার।

উল্লেখ্য, করুণ নায়ার আইপিএলে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস সহ আরও অনেক গুলি দলের হয়ে খেলেছেন। এদিকে এই প্রাক্তন নাইট তারকা চলতি আইপিএলে উপেক্ষিত হলেও, তিনি আইপিএলের ইতিহাসে অনেকগুলি সেরা নক খেলেছেন। আইপিএলে ৬৮ ইনিংস করুণ নায়ারের সংগ্রহ ১৪৯৬ রান। এছাড়া ১০ টি অর্ধশতরান করেছেন তিনি। সর্বাধিক রান ৮৩।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago